আজ বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ১২:৩৫ পিএম

আজ বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘এয়ার ভিজুয়াল’-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, আজ রোববার সকাল ৮টা থেকে বেলা পোনে ১১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।

রবিবার সকাল ৮টা ২ মিনিটে ঢাকার বায়ুদূষণের মাত্রা রেকর্ড করা হয় ২৫৭, যার মাধ্যমে শহরটি বিশ্ব তালিকায় প্রথম স্থানে উঠে আসে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দূষণের মাত্রা আরও বাড়ে। সকাল ১০টা ৫০ মিনিটেও ঢাকা শীর্ষ অবস্থান ধরে রাখে, তখন একিউআই স্কোর দাঁড়ায় ২৫৮।

ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংডু, যেখানে বায়ুদূষণের মাত্রা ২২৪। তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি, সেখানে বায়ুর মান ১০২ হিসেবে রেকর্ড করা হয়েছে।

একিউআই সূচক অনুযায়ী, ঢাকার বায়ুর মান ২৫৭ হওয়ায় তা ‘খুবই অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়েছে। একইভাবে চেংডুর বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান ০ থেকে ৫০ হলে ভালো, ৫১ থেকে ১০০ হলে মধ্যম, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

বায়ুদূষণ বিশেষজ্ঞদের মতে, শুষ্ক আবহাওয়ার কারণে এ সময়ে বায়ুদূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

Link copied!