এপ্রিল ৩০, ২০২১, ০৭:২৭ পিএম
সম্প্রতি জার্মান সরকার এক ঘোষণায় জানায়,উপনিবেশ যুগে লুট করে আনা মূল্যবান একটি নিদর্শন নাইজেরিয়াকে ফিরিয়ে দেবে দেবে দেশটি। প্রথম ধাপে ২০২২ সালে কিছু জিনিস হস্তান্তরের পরিকল্পনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে, জার্মানির সংস্কৃতি মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীরা এবং যাদুঘরের পরিচালকরা বেনিন ব্রোঞ্জের কিছু জিনিস ফিরিয়ে দেওয়ার কথা জানান। তারা জানান, ১৮৯৭ সালে তৎকালিন বেনিন রাজ্য থেকে( বর্তমান নাইজেরিয়া) ব্রিটিশ সেনারা বেশ কিছু ব্রোঞ্জের তৈরি শিল্পকর্ম, ব্রাস এবং হাতির দাঁত দিয়ে তৈরি শিল্পকর্ম লুট করে আনে।
পরে ব্রোঞ্জের তৈরি এই নিদর্শনগুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পরে। এখনও জার্মানের জাদুঘরে এক কয়েক শত নিদর্শন রয়ে গেছে। গত কয়েক দশক ধরে নাইজেরিয়া এগুলো ফেরত চাচ্ছিল।
নাইজেরিয়ার ইনস্টিটিউট ফর বেনিন স্টাডিজের ইতিহাসবিদ ও গবেষক ওসাইসর গডফ্রে ইখাতোর-ওবোগি এই জার্মানির এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন যে জার্মানি ‘বৈশ্বিক সম্প্রিতি পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে।’
তিনি এক ইমেইলে ‘অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে ১৮৯৭ সালে বেনিন থেকে লুট করা শিল্পকর্ম সম্পর্কে বিশ্ববাসীর সামনে স্বীকারোক্তি দেওয়ার আহ্বান করেছেন।
তিনি আরও বলেছেন,‘জার্মানির মতো অন্যান্য দেশেরও বেনিন থেকে লুট করা শিল্পকর্ম হস্তান্তরের বিষয়ে আলোচনা করার উচিত।’
সূত্র: সিএনএন।