আফ্রিকায় প্রভাব বিস্তার: রাশিয়াকে ঈর্ষা করছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৬, ২০২৪, ১০:১৪ এএম

আফ্রিকায় প্রভাব বিস্তার: রাশিয়াকে ঈর্ষা করছে ফ্রান্স

ফাইল ছবি

আফ্রিকায় প্যারিসবিরোধী জনমত গড়ে ওঠায় রাশিয়াকে ঈর্ষা করছে ফ্রান্স। ফরাসি সংবাদমাধ্যম ল্য মোঁদকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্প্রতি নতুন করে আফ্রিকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। বেশ কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে বাগযুদ্ধ চরম আকার নিয়েছে।

গত ১৩ মার্চ রুশ প্রেসিডেন্টের পারমাণবিক যুদ্ধের হুমকির জবাবে গতকাল শুক্রবার ইউক্রেন্সকা প্রাভদাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁও পাল্টা দাবি করেন, ‘আমরাও পারমাণবিক শক্তির অধিকারী। আমরাও পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত।’

দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধে কিয়েভ কর্তৃপক্ষকে সহায়তা প্রসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘এই যুদ্ধে রাশিয়ার জয় হলে ইউরোপের কর্তৃত্ব খর্ব হবে বলে মনে করছি। রাশিয়ার জয় হলে ইউরোপের নিরাপত্তা বিঘ্নিত হবে। যে পুতিন প্রতিশ্রুতি রক্ষা করেন না, কোনো সীমা মানেন না, তিনি ইউক্রেনেই থামবেন তার নিশ্চয়তা কোথায়?’

ইম্যানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘শান্তি চাইলে ইউরোপকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। রাশিয়া জিতলে ইউরোপের কোনো নিরাপত্তা থাকবে না। যে পুতিন নিজের কোনো ওয়াদা রক্ষা করেনা, কোনো সীমা মানে না, সে ইউক্রেনেই থামবে তার নিশ্চয়তা কে দেবে?’

ইউক্রেনকে ফ্রান্সের সমর্থন: ভিন্ন দৃষ্টিভঙ্গি পুতিনের
তবে ইউক্রেনের প্রতি ফ্রান্সের সমর্থনকে ভিন্নভাবে দেখছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি জানিয়েছেন, আফ্রিকার বিভিন্ন দেশে অবস্থান হারানোর ক্ষোভ থেকেই রাশিয়ার বিরোধিতা করছেন ম্যাক্রোঁ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আফ্রিকার কিছু দেশ রাশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে ও ফ্রান্সের সঙ্গে কাজ করতে চায়নি। আর তাতেই ক্ষুব্ধ হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। তবে, তাকে বুঝতে হবে এতে রাশিয়ার কোনো হাত নেই, এটা আফ্রিকার দেশগুলোর নিজেদের সিদ্ধান্ত।’

গত কয়েক দশক ধরে আফ্রিকার উপনিবেশগুলোয় প্যারিসবিরোধী মনোভাব ক্রমান্বয়ে বাড়ছে। ফলে ওই অঞ্চলে ফ্রান্সের প্রভাব ও ব্যবসায়িক স্বার্থ নষ্ট হচ্ছে। এমতাবস্থায় সেখানে মস্কোর ব্যবসায়ের বিস্তৃতিতে ক্রমেই ঈর্ষান্বিত হয়ে উঠেছে প্যারিস।

উল্লেখ্য, ২০১০ সালে রাশিয়ার ওয়াগনার গ্রুপ আফ্রিকায় অর্থনৈতিক প্রকল্প চালু করে। এরপর থেকেই এ অঞ্চলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বাড়ছে দুই রাষ্ট্রের তিক্ততা।

Link copied!