অস্ট্রেলিয়ায় তীব্র বিদ্যুৎ সংকট: ২ ঘন্টা লাইট বন্ধ রাখার আহবান

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৬, ২০২২, ০৬:৪১ পিএম

অস্ট্রেলিয়ায় তীব্র বিদ্যুৎ সংকট: ২ ঘন্টা লাইট বন্ধ রাখার আহবান

বিদ্যুৎ সাশ্রয় করতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বাসিন্দাদের ২ ঘন্টা লাইট বন্ধ রাখার আহবান জানানো হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার জ্বালানী মন্ত্রী ক্রিস বোওয়েন দেশটির নিউ সাউথ ওয়েলসের প্রায় ৮০ লাখ বাসিন্দাকে লাইট বন্ধ রাখার এ আহবান জানান।

নিউসাউথ ওয়েলস প্রদেশে দেশটির বৃহত্তম শহর সিডনি অবস্থিত। মন্ত্রী জানান, নাগরিকরা চাইলে বিদ্যুৎ সাশ্রয়ে এ পদ্ধতি অবলম্বন করতে পারে। একটি টেলিভিশন ভাষণে তিনি বলেন, আগামীতে বিদ্যুৎ সংকট থেকে নিজের সুরক্ষা দিতে বেশি বেশি করে বিদ্যুৎ সাশ্রয় করতে হবে। নির্দিষ্ট কিছু ইলেকট্রনিক যন্ত্র চাইলেই সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত নাগরিকরা বন্ধ রাখতে পারেন।

বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা এবং তরলীকৃত গ্যাস রপ্তানীকারক দেশ অস্ট্রেলিয়া গত মাস থেকে তীব্র জ্বালানী সংকটের মধ্যে আছে। কয়লা থেকেই দেশটির ৭৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয়। নবায়নযোগ্য জ্বালানীকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে বারবার বিশেষজ্ঞরা আহবান জানালেও বিষয়টি এতোদিন গুরুত্ব দেয়নি অস্ট্রেলিয়া। চলতি বছরের শুরুতে বন্যার কারণে নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডের বেশ কয়েকটি কয়লা খনি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কারিগরি ত্রুটির কারণেও উৎপাদন ব্যাহত হয় ২টি খনির। ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের কারণেও বিদ্যুৎ উৎপাদনের খরচও অনেক বেড়ে গেছে। সর্বশেষ তথ্যানুযায়ী অস্ট্রেলিয়ায় প্রতি মেগাওয়াট-ঘন্টা বিদ্যুতের দাম ৩০০ অস্ট্রেলিয়ান ডলার (১৯ হাজার ২শ টাকা) ছাড়িয়েছে। সে হিসেবে এখন দেশটিতে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ ১৯ টাকা ২ পয়সা।   

 

 

Link copied!