মে ৯, ২০২৫, ০৬:২৯ পিএম
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাস্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশ শুরুর পর উত্তপ্ত বা গরম আবহাওয়ায় সেখানকার পরিবেশ ঠান্ডা রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পানি ছিটানোর গাড়ি বা স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটাতে দেখা যায়। এছাড়া ঢাকা ওয়াসা সেখানে খাবার পানির সরবরাহ করছে।
দুপুরে জুমার নামাজের পর সমাবেশের ডাক দিয়েছিল দলটি। দুপুরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করা হয় সমাবেশ।
যমুনার পাশে পাঁচতারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের কাছে মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে ইসলামপন্থী দলগুলোর নেতারা এখন বক্তব্য দিচ্ছেন। এনসিপি ছাড়াও সেখানে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা রয়েছেন।
গত রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। তাদের দাবি ‘সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে’ বলে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।