সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২৫, ০১:৫৪ পিএম

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

বাশার আল আসাদের পতন ঘটায় এখন সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সৌদি আরব সফরকালে মঙ্গলবার এ কথা জানিয়েছেন তিনি।

সৌদি সরকারের আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আমি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব, যাতে দেশটিকে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ দেওয়া যায়।”

তিনি আরও বলেন, “সেখানে (সিরিয়ায়) একটি নতুন সরকার এসেছে। আশা করি, তারা দেশকে স্থিতিশীল এবং শান্তি বজায় রাখতে সক্ষম হবে।”

সিরিয়ার সাবেক শাসক বাশার আল আসাদ ক্ষমতায় থাকাকালে দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীর হাতে ক্ষমতাচ্যুত হয়ে বাশার আল আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন।

ট্রাম্পের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিরিয়ার বর্তমান সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জনগণের বিরুদ্ধে বাশার আল আসাদ সরকার যে যুদ্ধাপরাধ করেছিল, সেটার প্রতিক্রিয়ায় নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্তকে সিরিয়ার জনগণ স্বাগত জানায়।

Link copied!