সারজিসের পর এবার জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন মুগ্ধর ভাই স্নিগ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২৫, ০৯:১০ পিএম

সারজিসের পর এবার জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন মুগ্ধর ভাই স্নিগ্ধ

ফাইল ছবি

জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন।


বর্তমানে তিনি ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।


বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে স্নিগ্ধ জানান, উচ্চশিক্ষায় মনোযোগ দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, “রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। উচ্চশিক্ষায় সময় দিতে চাই বলেই পদত্যাগ করেছি।”


২০২৩ সালের ২১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত হয় ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। এটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমূলক বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পায়।


প্রতিষ্ঠাকালীন সভাটি অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যেখানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওই সভায় আন্দোলনের অন্যতম সংগঠক সারজিস আলমকে সাধারণ সম্পাদক এবং শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।


ফাউন্ডেশনটি ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের কল্যাণে কাজ করছে। এর কার্যক্রমের মধ্যে রয়েছে শহীদ পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, পরিবারে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ, আহত ও পঙ্গুদের জন্য চিকিৎসা ও পুনর্বাসন সহ নানা প্রয়োজনীয় সেবা প্রদান।


এর আগে ২২ জানুয়ারি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

 

 

Link copied!