বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২৫, ০৯:৩৯ পিএম

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে সরকার। ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ট্রাইব্যুনালে মামলার সংখ্যা, অভিযুক্তদের পরিমাণ, দ্রুত বিচার কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা এবং কাজের চাপ ইত্যাদি বিবেচনায় এই পুনর্গঠন করা হয়েছে। 

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

 

Link copied!