ভারত-পাকিস্তানের সংবাদমাধ্যমে যেভাবে শিরোনাম হয়েছে ‘অপারেশন সিঁদুর’

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২৫, ০৬:২৯ পিএম

ভারত-পাকিস্তানের সংবাদমাধ্যমে যেভাবে শিরোনাম হয়েছে ‘অপারেশন সিঁদুর’

ছবি: সংগৃহীত

পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি দুই দেশেরই গণমাধ্যমে প্রাধান্য পেয়েছে। সংবাদপত্রের প্রথম পাতাতেই প্রকাশিত হয়েছে এই সম্পর্কিত প্রতিবেদন।

ভারতকে ‘যোগ্য জবাব’ দিতে পাকিস্তানের সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষের ‘দৃঢ় সংকল্পের’ কথা তুলে ধরেছে পাকিস্তানি গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলোয়।

দ্য নেশন

পাকিস্তানি সংবাদপত্র ‘দ্য নেশন’- প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম- “Armed Forces authorised to avenge martyrs’ blood at a time, place of own choosing” -যার অর্থ নিজের পছন্দ করা সময় ও স্থানে শহীদদের রক্তের প্রতিশোধ নিতে সশস্ত্র বাহিনীকে অনুমোদন দেওয়া হয়েছে।

পাকিস্তান অবজারভার

‘পাকিস্তান অবজারভার’, যাকে সামরিকপন্থি গণমাধ্যম হিসেবে দেখা হয়, দে দেশের সেনাবাহিনীর বিবৃতি তুলে ধরেছে, তাদের শিরোনামে- “31 civilians martyred, 57 injured in Indian attacks: ISPR” –যার বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘ভারতের হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক শহীদ, আহত ৫৭ জন: আইএসপিআর’।

আইএসপিআর বা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস হলো পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা।

ডন

সর্বাধিক পঠিত ইংরেজি ভাষার দৈনিক ‘ডন’-এর শিরোনাম, ‘India launches devious attack in dead of night, external; Pakistan delivers befitting reply”’ –যার অর্থ হলো ‘গভীর রাতে ভারতের নৃশংস হামলা, যোগ্য জবাব পাকিস্তানের।’

ডেইলি টাইমস

‘ডেইলি টাইমস’-এর শিরোনাম “Pakistan Zindabad, external –Military given go-ahead to avenge loss of lives”। অর্থাৎ ‘পাকিস্তান জিন্দাবাদ, প্রাণহানির প্রতিশোধের জন্য সামরিক বাহিনীকে সবুজ সংকেত।’

পাকিস্তানের অন্তত দু’টি পত্রিকা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্য তুলে ধরেছে।

পাকিস্তান টুডে

‘পাকিস্তান টুডে’ দৈনিকের শিরোনাম “India’s heinous provocation not to go unanswered, vows PM Shehbaz”। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘ভারতের জঘন্য উসকানি বিনা জবাবে মেনে নেওয়া হবে না, প্রতিজ্ঞা করলেন প্রধানমন্ত্রী শাহবাজ।’

দ্য এক্সপ্রেস ট্রিবিউন

‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম- “India to pay heavy price: PM, external” অর্থাৎ ‍‍`ভারতকে চড়া মূল্য দিতে হবে: প্রধানমন্ত্রী।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলোলি ‘অপারেশন সিন্দুরের’-এর প্রশংসা করেছে।

হিন্দুস্তান টাইমস

ইংরেজি সংবাদপত্র ‘হিন্দুস্তান টাইমস’-এর শিরোনাম “Sindoor serves justice, external” অর্থাৎ ‘ন্যায়বিচার করলো সিন্দুর’।

নবভারত টাইমস

হিন্দি সংবাদপত্র ‘নবভারত টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম “Attack on terror, external” অর্থাৎ ‘সন্ত্রাসের ওপর হামলা’।

দ্য টাইমস অফ ইন্ডিয়া

ইংরেজি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’র প্রথম পাতায় প্রকাশিত খবরের শিরোনাম ‘Payback for Pahalgam’ অর্থাৎ “পেহেলগাম হামলার জবাব।” ওই পত্রিকায় প্রকাশিত অন্য এক প্রতিবেদনে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপকে- ‘পাকিস্তানকে ১৫ দিন ধরে ঝুলিয়ে রাখার পর ঠান্ডা মাথায়, হিসেব-নিকেশ করে, সাবধানতার সঙ্গে নেওয়া প্রতিশোধ’ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে।

ইকোনমিক টাইমস

‘ইকোনমিক টাইমস’ -এ প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম –“India avenges the spilt blood with precision military strikes to wipe out terror infrastructure in Pakistan, external”। যার অর্থ ‘পাকিস্তানে সন্ত্রাসী অবকাঠামো নিশ্চিহ্ন করতে নির্ভুল সামরিক হামলা; রক্তপাতের প্রতিশোধ নিচ্ছে ভারত।’

পাঁচটি ভারতীয় বিমানকে ভূপতিত করার পাকিস্তানের দাবিকে গুরুত্ব দেয়নি কোনো ভারতীয় সংবাদপত্রেই।

Link copied!