মানবিক করিডোর ইস্যুতে চীন জড়িত নয়: চীনের রাষ্ট্রদূত

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২৫, ০৫:৩২ পিএম

মানবিক করিডোর ইস্যুতে চীন জড়িত নয়: চীনের রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

মানবিক করিডোর ইস্যুতে চীন জড়িত নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, এটি বাংলাদেশ, মিয়ানমার ও আরাকান আর্মির ইস্যু।

বৃহস্পতিবার, ০৮ মে সকালে রাজধানীর বিস অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

পরে রোহিঙ্গা প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন, বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিকভাবে রোহিঙ্গা সংকট সমাধান করতে পারে। এক্ষেত্রে চীন মধ্যস্থতার ভূমিকা অব্যাহত রাখবে। কিন্তু, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে আপতত এর কোনো অগ্রগতি নেই।’

এসময় চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-চীন একের অপরের সার্বভৌমত্ব প্রতি শ্রদ্ধাশীল, এই দ্বিপাক্ষিক সম্পর্কের শক্ত ভীত হলো-আস্থা। দুদেশের অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্ক এখন অন্যন উচ্চতায় রয়েছে। স্থিতিশীলতা ছাড়া এই সম্পর্ক অগ্রগতি সম্ভব নয় বলেও জানান ইয়াও ওয়েন।

পরে ভারত-পাকিস্তান প্রসঙ্গে তিনি বলেন, ‘দুদেশের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চীন। সন্ত্রাসবাদের ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। পরিস্থিতি জটিল করে তুলতে পারে এমন যেকোনো ধরনের পদক্ষেপ নেওয়া থেকে দুই দেশকেই বিরত থাকা প্রয়োজন।’

রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে মিয়ানমার সেনাবাহিনী ও দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তীব্র সংঘাত চলছে। প্রদেশটির অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির কাছে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত তাও নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী গোষ্ঠীটি।

গত মার্চে বাংলাদেশ সফরে এসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাখাইনে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশের সহযোগিতা চান। এর অংশ হিসেবে একটি মানবিক প্যাসেজ তৈরির প্রস্তাবও দেন তিনি।

এর মধ্যে গত ২৭ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, জাতিসংঘের প্রস্তাবে নীতিগতভাবে একমত হয়েছে বাংলাদেশ।

অবশ্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়ার সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজনৈতিক নেতারা।

Link copied!