ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থা: সীমান্তে ‘সতর্ক থাকার’ নির্দেশ আইজিপির

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২৫, ০৬:৪৬ পিএম

ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থা: সীমান্তে ‘সতর্ক থাকার’ নির্দেশ আইজিপির

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধাবস্থার মধ্যে যাতে কোনো জঙ্গি বা সন্ত্রাসী অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাহিনী প্রধান বাহারুল আলম।

বুধবার, ০৭ মে ঢাকার গুলশানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন বলে জানিয়েছেন এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর।

তিনি বলেন, “দুই দেশের সংঘাতপূর্ণ পরিবেশের মধ্যে বাংলা‌দে‌শের নিরাপত্তা যেন বি‌ঘ্নিত না হয়, সে ব্যাপারে আইজিপি সতর্ক করে ৩২ জেলা পুলিশ সুপারদের বলেছেন- কোনো জ‌ঙ্গি বা সন্ত্রাসীরা যেন দে‌শে প্রবেশ কর‌তে না পারে।” 

এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা ইনামুল হক সাগর বলেন, ভারতের সঙ্গে ৩২টি এবং মিয়ানমারের সঙ্গে তিনটি সীমান্ত জেলা রয়েছে।

গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে পুলিশের বার্ষিক শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহারুল আলম।

যোগাযোগ করা হলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, “অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক থাকার নির্দেশনা পেয়েছি। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলায় দিল্লি মঙ্গলবার গভীররাতে পাকিস্তানে হামলা চালায়। তার পাল্টায় গোলাবর্ষণসহ সামরিক জবাব দিয়েছে ইসলামাবাদ। এ সংঘাতে পাকিস্তানে অন্তত ২৬ জন এবং ভারতে ১০ জন মারা গেছে।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। তার দুই সপ্তাহের মাথায় সামরিক সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান।

Link copied!