রাত সাড়ে সাতটায় সরকারের উদ্দেশ্যে এই আল্টিমেটাম দেয়া হয়।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উপদেষ্টা পরিষদকে ১ ঘন্টার (রাত ৯ টা পর্যন্ত) আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এরপর আন্দোলনকারীদের নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
তিনি আরও বলেন, আমরা শুনেছি উপদেষ্টা পরিষদের জরুরী বৈঠক রাত ৮ টায় শুরু হবে। সেখান থেকে যদি আওয়ামী লীগের নিষিদ্ধের প্রক্রিয়া না আসে তাহলে আমরা যমুনার (প্রধান উপদেষ্টার বাসভবন) উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।এখন আমরা সবাই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করবো। আল্টিমেটামের সময় শেষ হলে এই পদযাত্রা শুরু হবে।
উল্লেখ্য বিকেলে হাসনাত আব্দুল্লাহ আরও বলেছিলেন যে, রাজধানীর শাহবাগে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন কোনো নির্দিষ্ট দলের নয় বরং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের আন্দোলন। বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত—বাংলাদেশপন্থী আর ফ্যাসিবাদপন্থী। যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, তারা বাংলাদেশপন্থী আর যারা চায় না, তারা ফ্যাসিবাদের পক্ষের শক্তি।
তিনি আরও বলেন, কোনও ষড়যন্ত্রে বা চাপে যদি আমার মুখ থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দেওয়ানো হয়, আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। পরবর্তী সময়ে আমি যদি কোনও ঘোষণা নাও দিই, মনে রাখবেন আপনাদের মঞ্জিলে মকসুদ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না।
বিকাল ৩টায় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সারা দেশের জুলাই অভ্যুত্থানের স্থানগুলোতেও গণজমায়েত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এদিকে আজ ভোরের দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ঢাকার শাহবাগ ছাড়া সারা দেশের মহাসড়কগুলোতে ‘ব্লকেড’ কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনটি দাবি সম্বলিত একটি পোস্ট করেন। দাবিগুলো হচ্ছে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করা।
পরে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতারাও একই পোস্ট শেয়ার করেন।
নাহিদ ইসলাম আরও একটি পোস্টে উল্লেখ করেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।