তাইওয়ানের আকাশে রেকর্ডসংখ্যক যুদ্ধবিমান নিয়ে চীনের মহড়া

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৫, ২০২১, ১০:৩২ এএম

তাইওয়ানের আকাশে রেকর্ডসংখ্যক যুদ্ধবিমান নিয়ে চীনের মহড়া

তাইওয়োনের আকাশসীমায় অর্ধশতাধিক যুদ্ধবিমান নিয়ে সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানের আকাশসীমায় এর আগে এতগুলো যুদ্ধবিমান কখনো প্রবেশ করেনি বলে ব্রিটেনের বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।

এর আগে, চলতি বছরের গত ১৬ জুন তাইওয়ানের আকাশ সীমায় অন্তত ২৮টি যুদ্ধবিমান নিয়ে হাজির হয়েছিল চীন। এর মধ্যে বেশ কয়েকটি পরমাণুবাহী যুদ্ধবিমানও ছিল। ওইসময়  চীনের যেসব যুদ্ধবিমান তাইওয়ানের সীমান্তে প্রবেশ করে তার মধ্যে ছিল জে-১৬, জে-১১ ও এইচ-৬ বোমারু বিমান। এই যুদ্ধবিমানগুলো পারমাণবিক অস্ত্র, সাবমেরিনবিধ্বংসী ও ইলেকট্রনিক অস্ত্র বহন করতে সক্ষম।

সোমবার (৪ অক্টোবর) তাইওয়ান জানিয়েছে, চীনের বিমান বাহিনীর ৫৬টি যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করে। ক্ষুদ্র এই দেশটির আকাশসীমায় চীনা বিমান বাহিনীর এটিই সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা।

তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে চীন। অপরদিকে তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র মনে করে। চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত পূর্ব এশিয়ার দ্বীপ তাইওয়ানে গত এক বছরের বেশি সময় ধরে চীন বেশ কয়েকবার তাদের আকাশসীমা লঙ্ঘন করছে বলে অভিযোগ তাইওয়ানের।

তাইওয়ান সরকারের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার থেকে তাইওয়ানের প্রতিরক্ষা সীমানার মধ্যে প্রায় ১৫০টি যুদ্ধবিমান পাঠিয়েছে চীন।

সোমবার চীনের যে যুদ্ধবিমানের বহর দেখা যায় সেখানে ৩৪টি জে-১৬ এবং পারমাণবিক বোমা বহনে সক্ষম ১২টি এইচ-৬ ছিল। একই দিনে পরে আরও চারটিসহ মোট ৫৬টি যুদ্ধবিমান উড়ে যেতে দেখা যায়।

নিজেদের আকাশে চীনা যুদ্ধেবিমানের অনুপ্রবেশের পর চীন-নীতি নির্ধারণী প্রধান কমিটি মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল (এমএসি) জানায় ‘আমরা বেইজিং কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এ ধরনের সহিংসপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন উস্কানিমূলক কাজ বন্ধের জন্য দাবি জানাই।’

এর জবাবে বেইজিং প্রশাসন বলেছে, ‘তাইওয়ানের স্বাধীনতা এখন শুধুই অতীত। তাইওয়ানকে বিচ্ছিন্ন করার যে কোনো প্রচেষ্টা রুখে দিতে চীন প্রয়োজনীয় সবকিছু করবে। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদিদের সমর্থন যুক্তরাষ্ট্রের অবশ্যই বন্ধ করতে হবে।’

Link copied!