জুলাই ২৬, ২০২৩, ০৪:২১ পিএম
সংগৃহীত ফাইল ছবি
দীর্ঘ প্রায় চার দশক সময় ধরে প্রধানমন্ত্রী থাকার পর অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। স্থানীয় সময় বুধবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিশেষ সম্প্রচারে হুন সেন এ ঘোষণা দেন।
৭০ বছর বয়সী কম্বোডিয়ার এই নেতার ঘোষণার মাধ্যমে তার ছেলে হুন মানেতের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হলো বলে বিশ্লেষকেরা মনে করছেন।
বিশ্বের দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীদের একজন হচ্ছেন কম্বোডিয়ার হুন সেন। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর করেন হুন সেন।
৭০ বছর বয়সি হুন সেন ১৯৮৫ সাল থেকে কম্বোডিয়া শাসন করছেন। এই দীর্ঘ সময়ে ক্ষমতায় থাকার জন্য তিনি কর্তৃত্ববাদী শাসন চালান। এর জন্য তিনি বিশ্বজুড়ে বিতর্কিত ও সমালোচিত হয়েছেন। সম্প্রতি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় এসেছেন তিনি। অবশেষে পদত্যাগ করার ঘোষণা দিলেন তিনি।
টেলিভিশনে দেয়া ঘোষণায় হুন সেন বলেন, “আমি প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাব না। তার পদে থাকা রাষ্ট্রে অস্থিতিশীলতা তৈরি করতে পারে, এ জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।”
হুন সেনের ছেলে হুন ম্যানেত কম্বোডিয়ান সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির ক্ষমতা নেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন।
বিশ্লেষকদের অনেকে মনে করেন, হুন সেনের ছেলে হুন ম্যানেত লেখাপড়া করেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। এমনকি সামরিক প্রশিক্ষণও নিয়েছেন যুক্তরাষ্ট্রে। হুন মানেত ক্ষমতা নিলে পরিস্থিতির উন্নতি হতে পারে। হুন সেনের তিন ছেলের মধ্যে সবচেয়ে বড় হুন মানেত কম্বোডিয়ার সেনাবাহিনীর প্রধান।
হুন সেনের ছেলেদের মধ্যে দুই ছেলে পার্টি ও সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তবে হুন সেনের ছেলে ক্ষমতায় এলে যে পরিস্থিতির উন্নতি হবে, তা মনে করেন না অনেক বিশেষজ্ঞ।
কে হুন মানেত?
হুন সেনের ছয় ছেলের মধ্যে সবার বড় হুন মানেত (৪৫) একজন চার তারকা জেনারেল। দেশটির সেনাবাহিনী রয়্যাল কম্বোডিয়ান আর্মির প্রধান হুন মানেত ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমি থেকে স্নাতক ডিগ্রি শেষ করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রিস্টল থেকে অর্থনীতিতে পিএইচডি করেছেন তিনি।