ভূমিকম্পের ১০১ ঘন্টা পর উদ্ধার পেল ধংসস্তুপে আটকা এক পরিবারের ৬ জন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৩, ১১:২১ পিএম

ভূমিকম্পের ১০১ ঘন্টা পর উদ্ধার পেল ধংসস্তুপে আটকা এক পরিবারের ৬ জন

প্রলয়ংকরী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে তুরস্ক-সিরিয়া সীমান্তের সুবিশাল এলাকা। বিশ সহস্রাধিক মানুষের মৃতদেহ এরইমধ্যে উদ্ধার করা হয়েছে। সোমবারের ওই ভূমিকম্পের পর থেকে মৃতের সংখ্যা বাড়ছেই। এরইমধ্যে তুরস্কে ১০১ ঘণ্টা পর একই পরিবারের ৬ জনকে ধংসস্তুপ থেকে জীবিত বের করে এনেছে উদ্ধারকর্মীরা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণাঞ্চলের ইস্কেন্দেরুনের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে তাদের বের করা হয়। শুক্রবার এ খবর জানিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, গত সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পে ধসে পড়া ভবনটির এককোণে ওই ছয়জনকে একসাথে জীবিত পাওয়া যায়। এরপর উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়া হয়।

এর আগে ভূমিকম্পের ৯৬ ঘণ্টা পর দেড় বছর বয়সী এক শিশুকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছিল। এ সময় তার পরিবারের সদস্যদেরও জীবিত উদ্ধার করা হয়।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া মিলিয়ে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। তুরস্ক ও সিরিয়ার সরকারি সূত্র ও চিকিৎসকেরা জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে ১৭ হাজার ৬৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর সিরিয়ায় মারা গেছে ৩ হাজার ৩৭৭ জন।

উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। চারদিনে অনেককে জীবিত উদ্ধার করা গেলেও সময় বাড়ার সাথে সাথে আশার আলো কমে আসছে। কিন্তু এরপরও এখনও প্রাণের সন্ধান মিলছে।

তুরস্কের সীমান্তবর্তী দেশ সিরিয়াতেও উদ্ধার কাজ সমানে চলছে। তবে প্রয়োজনীয় সরঞ্জামাদির সংকট ও এলাকাটির রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। হাসপাতালগুলোতেও বাড়ছে আহতদের চাপ বাড়ছে। আহতদের আর্তনাদে ভারী হয়ে ওঠেছে পরিবেশ।

এমন পরিস্থিতিতে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সিরিয়ার আলেপ্পোর ইউনিভার্সিটি হাসপাতালে প্রথমবারের মতো আহতদের দেখতে পরিদর্শনে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রথমবার পরিদর্শনে বের হয়েছেন।

Link copied!