চিড়িয়াখানার ঘুরতে গিয়ে দর্শনার্থীদের অনেকেই প্রাণীদের উত্ত্যক্ত করেন। আবার অনেকে ছুড়ে দেন খাবার। এখন থেকে এসব কাজের জন্য হতে পারে জেলও। জরিমানা তো থাকছেই।
জাতীয় সংসদে নতুন পাস হওয়া চিড়িয়াখানা বিল ২০২৩-এর অধীনে দেশের সরকারি সব চিড়িয়াখানায় এই ব্যবস্থা নেয়া হচ্ছে।
এই বিলে বলা হয়েছে, কোনো দর্শনার্থী ফি ছাড়া চিড়িয়াখানায় প্রবেশ করলে প্রবেশ ফির সমপরিমাণ টাকা আদায় করা হবে। মাত্রা বিবেচনা করে দুই হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা যাবে।
এছাড়া চিড়িয়াখানায় কোনও প্রাণীকে উত্ত্যক্ত করলে দর্শনার্থীর থেকে দুই হাজার টাকা প্রশাসনিক ক্ষতিপূরণ আদায় করা যাবে।
পাশাপাশি কোনো দর্শনার্থী চিড়িয়াখানার প্রাণীকে আঘাত বা জখম করলে বা কিউরেটরের অনুমতি ছাড়া খাবার দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ জন্য দুই মাস বিনাশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ড দেয়া হতে পারে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অপরাধের বিচার করা যাবে বলে প্রস্তাবিত আইনে বলা হয়েছে।
এছাড়া প্রস্তাবিত আইনে চিড়িয়াখানার প্রাণীদের চিকিৎসা, খাওয়াসহ রক্ষণাবেক্ষণের নানা বিষয় উল্লেখ রয়েছে।
বর্তমানে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা উপদেষ্টা কমিটির মাধ্যমে পরিচালিত হয়।