গুলশানে চাঁদাবাজির মামলায় ছাত্রনেতা অপু চার দিনের রিমান্ডে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২, ২০২৫, ০৬:০২ পিএম

গুলশানে চাঁদাবাজির মামলায় ছাত্রনেতা অপু চার দিনের রিমান্ডে

গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে চাঁদা দাবির ঘটনায় দায়ের হওয়া মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ওরফে কাজী গৌরব অপুকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার ঢাকা মহানগর হাকিম নাজমিন আক্তার গুলশান থানার তদন্ত কর্মকর্তা মোখলেছুর রহমানের করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

অপুকে বৃহস্পতিবার রাতে ঢাকার ওয়ারী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় তিনি দ্বিতীয় আসামি। এ মামলার বাদী সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর।

মামলার অভিযোগে বলা হয়, ১৭ জুলাই অপু ও সহআসামি আবদুর রাজ্জাক রিয়াদ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা পরিচয়ে গুলশানে শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। দাবিকৃত অর্থ না দিলে গ্রেপ্তার ও রাজনৈতিক হয়রানির হুমকি দেন তারা। একপর্যায়ে বাদী তাদের ১০ লাখ টাকা দেন।

এই মামলায় রিয়াদসহ আরও পাঁচজনকে এর আগেই গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে চারজনকে সাত দিনের রিমান্ডে এবং একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

এদিকে, সংগঠনের অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার তিন নেতাকে বহিষ্কার করেছে এবং কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব শাখার কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে সংগঠনটি।

রিমান্ডে থাকা আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, রিয়াদের বাসা থেকে সাড়ে দুই কোটিরও বেশি টাকার চারটি তারিখবিহীন চেক এবং বাড্ডার একটি ভাড়া বাসা থেকে ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই অর্থ চাঁদাবাজির টাকার অংশ বলে দাবি পুলিশের।

তদন্ত কর্মকর্তারা বলেন, অপু ও রিয়াদ রাজনৈতিক অস্থিরতার সুযোগে একটি চাঁদাবাজ চক্র গড়ে তোলেন। তারা নিজেকে বিভিন্ন পরিচয়ে পরিচিত করিয়ে ভয়ভীতি ও জমি দখলের মতো অপরাধে জড়িত ছিলেন। তাদের চক্রের আরও সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

Link copied!