ডিসেম্বর ১, ২০২৩, ০৫:৫৮ পিএম
সাইদা মুনা প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে ১৫০ ভোটে নির্বাচিত হন। সংগৃহীত ছবি
আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা-আইএমওর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
স্থানীয় সময় সোমবার (২৭ নভেম্বর) লন্ডনে আইএমও’র ৩৩তম অধিবেশনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
আন্তর্জাতিক মেরিটাইম সংস্থায় বাংলাদেশ প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের পদে নির্বাচিত হয়েছে। হাইকমিশনার সাইদা মুনা প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে ১৫০ ভোটে নির্বাচিত হন। সৌদি আরবের প্রিন্স খালিদ বিন বন্দর আল সৌদ এই সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, বিশ্বের ১৭৫ দেশ এই সংস্থার সদস্য। বিশ্বব্যাপী নিরাপদ সমুদ্রপথের নিয়ম-নীতি ঠিক রাখতে এই সংস্থা কাজ করে থাকে।