মে ১১, ২০২৫, ০৪:১৯ পিএম
ছবি: সংগৃহীত
স্পেনের উত্তরপূর্বাঞ্চলীয় কাতালোনিয়ায় একটি শিল্প কারখানায় আগুন লাগার পর ছড়িয়ে পড়া বিষাক্ত ক্লোরিন গ্যাসের মেঘের কারণে পাঁচটি শহরের অন্তত ১ লাখ ৬০ হাজার বাসিন্দাকে ঘরে থাকার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ।
শনিবার ওই নির্দেশ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক সরকার।
রয়টার্স লিখেছে, শনিবার স্থানীয় সময় রাত ২টা ২০ মিনিটে বার্সেলোনা থেকে প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণে ভিলানোভা ই লা হেলত্রু শহরের একটি সুইমিং পুল পরিষ্কারক পণ্য প্রস্তুতকারী কারখানায় আগুন লাগে। এতে ওই এলাকার আকাশ ক্লোরিন ধোঁয়ার বিশাল মেঘে ঢাকা পড়ে।
এরপর দেশটির সিভিল প্রোটেকশন বিভাগ ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে ঘরে থাকার নির্দেশ দিয়ে সামাজিক মাধ্যমে এক্স এ বলেছিল, “আপনি যদি ক্ষতিগ্রস্ত অঞ্চলে থাকেন, তাহলে ঘর বা কর্মস্থলের বাইরে যাবেন না।”
আগুনে কেউ আহত হয়নি বলে জানিয়েছে কাতালান জরুরি বিভাগ। ওই অঞ্চলের পাঁচটি শহরের বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্ক বার্তা পাঠিয়ে ঘরে থাকতে বলা হয়। তবে এর কয়েক ঘণ্টা পর এই আদেশ তুলে নেয় কর্তৃপক্ষ।
শিল্প কারখানাটির মালিক হোর্হে ভিনুয়ালেস আলোনসো স্থানীয় রেডিও স্টেশন রাক ১-কে বলেন, “ক্লোরিন সহজ দাহ্য নয়, কিন্তু এতে একবার আগুন ধরলে তা নিভানো খুব কঠিন।”
তিনি ধারণা করছেন, আগুনের উৎস হতে পারে কোনো লিথিয়াম ব্যাটারি।
এই ঘটনায় ওই এলাকার রেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। কয়েকটি সড়কেও যান চলাচল বন্ধ রাখা হয় এবং স্থানীয় কয়েকটি অনুষ্ঠান বাতিল করা হয়।
সিভিল প্রোটেকশনের মুখপাত্র জোন রামন ক্যাবেইয়ো রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম টিভিই-কে জানিয়েছেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে আর পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।