মে ২৩, ২০২৫, ০৬:৩২ পিএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের যেসব উপদেষ্টার কারণে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে, তাদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার, ২৩ মে বিকেলে এক সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান এ আহ্বান জানান।
‘রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতি প্রসঙ্গে’ রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
যেসব উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছে, তাদের আরও আগে পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান। তিনি বলেন, ড. ইউনূস যেহেতু কঠোর হতে চান না, যেসব উপদেষ্টা মনে করছেন, আপনারা অনৈক্যের জন্য দায়ী, বিভেদের জন্য দায়ী, রাষ্ট্রকে একটি জায়গায় নিতে পারছেন না, প্লিজ আপনারা পদত্যাগ করুন। এর মাধ্যমে সেখানে যোগ্য লোকদের দায়িত্ব দেওয়ার পথ তৈরি করুন।
মজিবুর রহমান বলেন, বিএনপির সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, সেখানে সমঝোতামূলক পদক্ষপ নেওয়া দরকার। সেটি হতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে কিছু রাজনৈতিক মেধাসম্পন্ন লোককে উপদেষ্টা পরিষদে যুক্ত করা।
রাজনীতিবিদদের গুরুত্ব দেওয়া নিয়ে মজিবুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে বন্দর বিষয়ে সিদ্ধান্ত নিলে ভালো হতো। বেশির ভাগ উপদেষ্টা এখানে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। কেউ কেউ মনে করেছেন, তারা চিরদিনের জন্য ক্ষমতায় বসে গেছেন। অধ্যাপক ইউনূসকে নিয়ে যে ব্যর্থতার জায়গা রচিত হয়েছে, সেটি তাদের জন্য রচিত হয়েছে। তাদের জন্যই এই প্রেক্ষাপট তৈরি হয়েছে।
কোনো কোনো উপদেষ্টার কথা ও আচরণে জাতীয় ঐক্য বিভক্ত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে উল্লেখ করেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা দায়িত্ব থেকে সরে যেতে চান—এমন বক্তব্য সব জায়গায় এসেছে। তিনি সরে গেলেই কোনো সমাধান হবে না। সরে যাওয়ার বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়াও কোনো সমাধান বয়ে আনবে না। তিনি সরে গেলে ঐকমত্যের ভিত্তিতে অন্য কেউ এই দায়িত্ব নিতে সাহস করবেন না। এই পরিস্থিতিতে শূন্যতা সৃষ্টি হবে। তাই প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়; বরং আলাপ-আলোচনার মাধ্যমে সব পক্ষ সমঝোতামূলক সমাধানে আসতে হবে।
জাতির বৃহত্তর স্বার্থে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চেয়ারে রাখতে হবে বলে মন্তব্য করেন মজিবুর রহমান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনের পরিস্থিতির জন্য সবাই আফসোস করবেন। এ জন্য সোশ্যাল মিডিয়ায় একে অন্যের বিরুদ্ধে তির্যক বক্তব্য না দিয়ে জাতীয় ঐক্যের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
সেনাপ্রধানের সর্বশেষ বক্তব্য আইএসপিআর বা সরকারি তথ্যসূত্রের আলোকে আসা উচিত ছিল বলেও মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা মিলি, আমিনুল ইসলাম, শাহাদাতুল্লাহ টুটুল প্রমুখ।