মে ২০, ২০২৫, ০৭:২৫ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের সঙ্গে সংঘাতের মধ্যেই এবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল র্যাঙ্কে উন্নীত করার সুপারিশ করা হয়েছে। এর আগে পাকিস্তানে একমাত্র একজনই এই পদ পেয়েছিলেন। ১৯৫৯ সালে নিজেই নিজেকে এই পদ দিয়েছিলেন জেনারেল আইয়ুব খান।
মঙ্গলবার, ২০ মে দেশটির কেবিনেট থেকে এই ফিল্ড মার্শাল র্যাঙ্কে উন্নীত করার সুপারিশ অনুমোদনও করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। তবে এ ব্যাপারে ওই প্রতিবেদনে আর বিস্তারিত উল্লেখ করা হয়নি। এ নিয়ে কারও প্রতিক্রিয়াও এখনো পাওয়া যায়নি।
ফিল্ড মার্শাল পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদ এবং পাঁচ তারকা বিশিষ্ট র্যাঙ্ক। এর আগে পাকিস্তানে একমাত্র একজনই এই পদ পেয়েছিলেন। ১৯৫৯ সালে নিজেই নিজেকে এই পদ দিয়েছিলেন জেনারেল আইয়ুব খান। ১৯৫৮ সালের ২৭ অক্টোবর থেকে ১৯৬৯ সালের ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে কেবিনেট বৈঠকে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভির এক প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের সঙ্গে সংঘর্ষে ‘অনুকরণীয় ভূমিকার’ জন্য আসিম মুনিরকে পদোন্নতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সময় আসিম মুনির ঘোষণা করেছিলেন, তারা তাদের জাতীয় মর্যাদা রক্ষার জন্য পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।