মে ২৩, ২০২৫, ০৩:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
পদত্যাগ নয়, সুষ্ঠু নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসকে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার, ২৩ মে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, নির্বাচনের তফসিল দ্রুত সময়ের মধ্যে সরকারকে ঘোষণা করতে হবে।
জয়নুল আবদিন ফারুক বলেন, এমন কোনো সংস্কার করা যাবে না, যা নির্বাচনকে বিলম্বিত ও পরিস্থিতি আরও অস্থির করে। বর্তমানে দেশে যারা অস্থিরতা তৈরি করছে, তাদের খুঁজে বের করতে হবে। এটা সরকারের দায়িত্ব।
ফারুক বলেন, ‘আপনি (ড. ইউনূস) নন্দিত হয়ে এসেছেন, কিন্তু নিন্দিত হয়ে যাবেন না। তাহলে আমরা কষ্ট পাবো। আমরা শুনতে পাচ্ছি, আপনি নাকি পদত্যাগ করতে চাচ্ছেন। পদত্যাগ নয়, সুষ্ঠু নির্বাচন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন।’
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বিএনপি নেতা ফারুক বলেন, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ তিন উপদেষ্টাকে বিদায় করুন। আপনি তাদের বলেন, হয় নিজেরাই পদত্যাগ করুক, নয়তো আপনি তাদের বিদায় করেন।’
এর আগে, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়াতে থাকে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসিকে জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন।
এ সময় প্রধান উপদেষ্টাকে পদত্যাগের সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেন নাহিদ। নাহিদ বলেন, ‘আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্খা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে ওনি যাতে শক্ত থাকেন। এবং সবগুলা দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন। সবাই তার সাথে আশাকরি কো-অপারেট করবেন।’