ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট চালুর পর এবার বুধবার সকাল ১১টার পর ফেসবুক, ইউটিউব ও টিকটক চালুর বিষয়টি জানা যাবে বলে উল্লেখ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশ্বাস দেন আইসিটি প্রতিমন্ত্রী। এর আগে বিকেল তিনটা ১০ মিনিট থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা ফেসবুক, টিকটক, ইউটিউবকে চিঠি দিয়ে তাদেরকে মৌখিক ও লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে বলেছিলাম। আগামীকাল সকাল ৯টা, ১০টা ও ১১টার মধ্যে তাদের বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত শুধু টিকটক জানিয়েছে যে, তারা উপস্থিত হয়ে ব্যাখ্যা দেবে। ইউটিউব ও ফেসবুক এখনও কোন কিছু জানায়নি।”
তিনি আরও বলেন, “তারা যদি জবাব দেয়, তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। আর তারা যদি নাও দেয়, তাহলেও ১১টায় মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির আরও অবনতি হলে পরদিন ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে বন্ধ হয়ে যায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইউটিউবের মতো সামাজিক প্ল্যাটফর্মগুলোও।
পাঁচদিন বন্ধ থাকার পর গত ২৩ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ও ২৮ জুলাই বিকেল তিনটা থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ চালু হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখন পর্যন্ত বন্ধ রয়েছে।
এদিকে, ইন্টারনেট সংযোগ বন্ধের বিষয়ে এর আগে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বলেছিলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি। মহাখালীতে তিনটি ডেটা সেন্টারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) ৭০ শতাংশ সার্ভার থাকে। দেশের ৩৪টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজির) মধ্যে ১৮টির ডেটা এই তিনটি ডেটা সেন্টারে হোস্ট করা রয়েছে (ছিল)। তারা জানতে পেরেছেন, ঢাকা-চট্টগ্রাম রুটের কাঁচপুরে সাবমেরিনের কিছু ক্যাবল ওপরের দিকে ছিল, সেগুলোতে অগ্নি সংযোগ করা হয়েছে।