চলচ্চিত্র ‘তিতান’ জিতে নিল কানের ‘গোল্ডেন পাম’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২১, ১০:২১ এএম

চলচ্চিত্র ‘তিতান’ জিতে নিল কানের ‘গোল্ডেন পাম’

দুই যুগেরও বেশি সময় পর এই প্রথমবার কোনো নারী নির্মাতার চলচ্চিত্র জয় করে নিল ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে সম্মানজনক অ্যাওয়ার্ড ‘গোল্ডেন পাম’ বা ‘পাম দর’।এবারের কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পাম বিজয়ী চলচ্চিত্র হিসেবে ঘোষিত হয়েছে ফরাসি নির্মাতা জুলিয়া দুকোরনোর চলচ্চিত্র ‘তিতান'।

গোল্ডেন পাম পুরষ্কার পেয়েছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা জুলিয়া দুকোরনো

১৯৯৩ থেকে ২০২১ সাল। ২৮ বছর পর এই প্রথম কোনো নারী নির্মাতার চলচ্চিত্র গোল্ডেন পাম জয় করলো। এর আগে নারী নির্মাতা হিসেবে ১৯৯৩ সালে প্রথমবার স্বর্ণ পাম পেয়েছিলেন নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন।

শনিবার (১৭ জুলাই) স্থানীয় সময় সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) পালে দে ফেস্টিভাল ভবনে কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হয়।এবারের কান চলচ্চিত্র উৎসবের প্রধান বিচারক যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা স্পাইক লি বিভিন্ন ক্যাটাগরির পুরষ্কার ঘোষণা করেন।

কান চলচ্চিত্র উৎসবে সাধারণত পুরষ্কার ঘোষণার সময় শেষ মুহুর্তে বা সবার শেষে স্বর্ণ পাম বিজয়ী চলচ্চিত্রের নাম ঘোষণা করার কথা থাকলেও এবারে এর ব্যতিক্রম ঘটেছে। প্রধান বিচারক স্পাইক লি শুরুতেই ‘তিতান’র নাম ঘোষণা করে নাটকীয়তার জন্ম দেন। পরক্ষণেই নিজের বক্তব্য ফিরিয়ে নেন তিনি। পরে আনুষ্ঠানিকভাবে ‘তিতান’ এর নামই ঘোষণা করা হয়। তিতান এর পরিচালক জুলিয়া দুকোরনোর হাতে স্বর্ণ পাত তুলে দেন মার্কিন অভিনেত্রী শ্যারন স্টোন।

ফ্রান্সের কান শহরে ৭৪তম উৎসবের মূল পর্বে এ অ্যাওয়ার্ডের জন্য প্রদর্শিত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাছাইকৃত সেরা ছবি। মূল প্রতিযোগিতা বিভাগে ছিল ২৪টি চলচ্চিত্র। বেশিরভাগই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তবে তার মধ্যে বেশ কয়েকজন শক্তিশালী প্রার্থী ছিল যাদের নিয়ে চলেছে জল্পনা-কল্পনা।

নিট্রাম চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন মার্কিন চিত্রনায়ক ক্যালেব ল্যান্ডি জোনস।

এবারের কান উৎসবে সাড়া জাগিয়েছে জাপানের রায়ু হামাগুচির ‘ড্রাইভ মাই কার’, থাইল্যান্ডের নির্মাতা অ্যাপিচ্যাটপঙ বিরাসেতাকুলের ‘মেমোরিয়া’ এবং অস্ট্রেলিয়ার নির্মাতা জাস্টিং কুরজেল এর ‘নিত্রাম’। এছাড়াও আলোচনায় ছিল শন বেকারের ‘রেড রকেট’ ও যুক্তরাষ্ট্রের ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফ্রেঞ্চ ডিসপাচ’।

এছাড়া, নরওয়ের ইওয়াকিম ট্রিয়ারের ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’, চাদের মোহাম্মদ সালাহ হারুনের ‘লিঙ্গুই, দ্য স্যাক্রেড বন্ডস’, রাশিয়ার কিরিল সেরেব্রেনিকোভের ‘পেত্রোভ’স ফ্লু’, ইসরায়েলের নাদাভ লাপিডের “আহেদ’স নি”, ইতালির ন্যানি মোরেত্তির ‘থ্রি ফ্লোরস’ এবং নেদারল্যান্ডসের পল ভারহোভেনের ‘বেনেদেত্তা’ ছিল উল্লেখযোগ্য।

দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড ছবিতে অভিনয়ের জন্য  সেরা অভিনেত্রী হয়েছেন নরওয়ের রেনেট রেইসভে  

তবে সবাইকে পিছে ফেলে কানে শেষ হাসিটি হেসেছে নারী চলচ্চিত্র নির্মাতা ৩৭ বছর বয়সী জুলিয়া দুকোরনো। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্যও লিখে থাকেন তিনি।

গত ৬ জুলাই ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় কান শহরে শুরু হওয়া এ উৎসবের মূল প্রতিযোগিতায় যৌথভাবে গ্র্যান্ড পিক্স পুরস্কার পেয়েছে ‘অ্যা হিরো’, ‘কমপার্টমেন্ট নম্বর সিক্স’।

জুরি পুরস্কার পেয়েছে আহেদ’স নি’ ও ‘মেমোরিয়া’, সেরা পরিচালক হয়েছেন ‘আনেট’ নির্মাতা লিও ক্যারাক্স।

কানের ৭৪তম আসরে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ল্যান্ডি জোনস। আর সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন রেনেট রেইসভে। 

সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন হামাহুচি ও তাকামাসা (ড্রাইভ মাই কার) ক্যামেরা দ’র পেয়েছে মুরিনা।

 

Link copied!