আগস্ট ৯, ২০২১, ০৫:৪৩ পিএম
যুক্তরাষ্ট্রের বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্সে মুক্তি ‘পাওয়া দ্য লাস্ট মার্সেনারি’ চলচ্চিত্রে বাংলাদেশি একটি পণ্য নিয়ে আপত্তিজনক সংলাপের প্রতিবাদ জানিয়ে ওই সংলাপ সরিয়ে নিতে প্রতিষ্ঠানটিকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত ওই চিঠিতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুতেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জায়ান্ট স্ট্রিমিং নেটওয়ার্ক নেটফ্লিক্সের উদ্দেশ্যে পাঠানো ওই চিঠিতে তাদের সম্প্রতি মুক্তি দেওয়া ‘দ্য লাস্ট মার্সেনারি’ চলচ্চিত্র থেকে বাংলাদেশ নিয়ে করা সংলাপ সম্পর্কে আপত্তি জানানো হয়। সংলাপটি সরিয়ে নেওয়ার জন্য নেটফ্লিক্সের কাছে দাবি জানান বিজিএমইএ সভাপতি।
বিজিএমইএ সভাপতি চিঠিতে বলেন, এ সংলাপ শুধু বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে ক্ষুণ্ণ করেনি, বরং বিশ্বের বিভিন্ন দেশের লাখো ভোক্তাকে অসম্মান করেছে।
‘মেড ইন বাংলাদেশ’ পোশাক যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৬০টি দেশে রফতানি হয়’ উল্লেখ করে ওেই চিঠিতে আরও বলা হয়, ‘ সিনেমার ওই সংলাপ বাংলাদেশের ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকের কঠোর পরিশ্রম, নিষ্ঠা, গুণমান ও সময়মতো উৎপাদনের দক্ষতাকে অবমূল্যায়ন করেছে। তাই বাংলাদেশের পোশাক শিল্পের সকল মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে বিজিএমইএ ‘লাস্ট মার্সেনারি’ সিনেমার ওই সংলাপের তীব্র প্রতিবাদ করছে।
বিজিএমইএ’র প্রতিবাদ চিঠি পাঠানোর পর নেটফ্লিক্সের কাছ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য,গত ৩০ জুলাই প্রখ্যাত পরিচালক ডেভিড চারহন পরিচালিত চলচ্চিত্র দ্য লাস্ট মার্সেনারি’ নেটফ্লিক্সে মুক্তি পায়। ওই সিনেমায় অভিনয় করেছেন সুপারস্টার জিয়েন ক্লড ভ্যান ড্যাম।
ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তার তালিকায় বর্তমানে সেরা দশে স্থান পাওয়া দ্য লাস্ট মার্সেনারি সিনেমার একটি দৃশ্যে একজন অভিনয় শিল্পী বলছেন, ‘হ্যা, এটা বুলেটপ্রুফ জ্যাকেট (Ah, yes, Bulletproof tuxedo)’. এই কথার প্রত্যুত্তরে আরেকজন বলেন, ‘এটা মেড ইন ফ্রান্স। তবে যদি এটি বাংলাদেশ থেকে আসে, তাহলে আমি ধ্বংস হয়ে যাব (Made in France. If it was from Bangladesh, I’d be gone.)।
সিনেমাটি মুক্তির পর সামাজিক মাধ্যমে অনেকেই এ সংলাপের সমালোচনা করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসীরা এ বিষয়টি বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের নজরে আনেন।