এবার রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশের ৫ ছবি

শোবিজ ডেস্ক

মে ২৭, ২০২৩, ০৯:৩৪ পিএম

এবার রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশের ৫ ছবি

লন্ডনে শুরু হতে যাচ্ছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। আগামী ২৮শে মে পূর্ব লন্ডনের মাইল অ্যান্ড রোডের জেনেসিস সিনেমা হলে রেইনবো সোসাইটি আয়োজিত এ উৎসবের উদ্বোধন হবে। উৎসবটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত।  

বিভিন্ন দেশের নান্দনিক চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত এ উৎসবে অংশ নিতে লন্ডন যাচ্ছে দেশের ৫টি সিনেমা। এগুলো হলো- বিউটি সার্কাস, সাঁতাও, দামাল, পাপপূণ্য ও জেকে-১৯৭১। 

২৯ মে বাংলাদেশের ‘বিউটি সার্কাস’, ৩০ মে ‘সাঁতাও’, ৩১ মে ‘দামাল’, ৩ জুন ‘পাপপুণ্য’ ও সমাপনী দিনে ইলফোর্ডের ক্যানেথ মোর থিয়েটারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ছায়াছবি ‘জেকে ১৯৭১’ প্রদর্শিত হবে। 

৪ জুন উৎসবের সমাপনী দিনে ইলফোর্ডের কেনেথ মোর থিয়েটারে বিকাল তিনটায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রদর্শিত সিনেমার ওপর পুরস্কার দেওয়া হবে। 

রেইনবো ফিল্ম সোসাইটির কর্ণধার মোস্তফা কামালের উদ্যোগে ২০০০ সালে প্রথম লন্ডনে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র উৎসবটি। এরপর থেকে প্রতিবছরই অনুষ্ঠিত হয়ে আসছে এটি। 

Link copied!