ভাষা আন্দোলন আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। ভাষার জন্য এমন রক্তক্ষয় কিংবা আন্দোলন পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। প্রতিবছরই ভাষা আন্দোলনের এই দিনটিকে ঘিরে অজানা গল্প নিয়ে নির্মিত হয় বিশেষ নাটক। এবারের আয়োজনে রয়েছে।
‘ভাষাতেই শক্তি’
ভাষা দিবসেই বিটিভিতে প্রচারের জন্য বিটিভির প্রযোজনায় নির্মিত হয়েছে ভাষা দিবসের বিশেষ নাটক ‘ভাষাতেই শক্তি’। নাটকটি রচনা করেছেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। এতে একজন সমাজসেবিকার চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা সুলতানা মৌ এবং একজন গার্মেন্টসকর্মীর চরিত্রে অভিনয় করেছেন আইনূন পুতুল। নাটকটি প্রযোজনা করেছেন মোল্লা আবু তৌহিদ। এই নাটকটির প্রেক্ষাপট বর্তমান সময় এবং ভাষারও যে শক্তি আছে তাই এ নাটকের গল্পের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানা যায়।
‘গহীনের মানুষ’
একুশে ফেব্রুয়ারির জন্য নির্মিত হয়েছে ‘গহীনের মানুষ’। কথাসাহিত্যিক মনি হায়দারের ছোট গল্প গহীনের মানুষ অবলম্বনে নির্মিত হচ্ছে নাটকটি। এতে অভিনয় করেছেন আবুল হায়াত। নির্মাতা হাসান রেজাউলের পরিচালনায় আবুল হায়াতকে দেখা যাবে বিখ্যাত রাজনীতিবিদ মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের চরিত্রে। আবুল হায়াত ছাড়াও এতে অভিনয় করেছেন নাঈম, অর্ষা ও সাদ্দাম হোসেন। নাটকটির দৃশ্য ধারণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। গহীনের মানুষ নাটকটি একুশে ফেব্রুয়ারি এনটিভিতে প্রচার হবে।
‘জননী ও গর্বিত বর্ণমালা’
মহান ভাষা দিবসের চেতনাকে সামনে রেখে তরুণ নির্মাতা সীমান্ত সজল নির্মাণ করেছেন একটি বিশেষ টেলিফিল্ম ‘জননী ও গর্বিত বর্ণমালা’। নাটকটি নির্মাণের পাশাপাশি এটি রচনাও করেছেন নির্মাতা। আর এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ। যদিও মাতৃভাষাকে উপজীব্য করে নাটকটি নির্মাণ করা হয়েছে তবে এটি গত ৯ ফেব্রুয়ারি মুক্তি পায় চ্যানেল আইতে। বর্তমানে এটি ইউটিউবে রয়েছে।
টেলিফিল্মটিতে বাংলা ভাষা ও শহীদ মিনারের গুরুত্ব সম্পর্কে বিশদ উপস্থাপনা রয়েছে।
তাছাড়াও, ২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সারাদেশে গল্প, মঞ্চ নাটক, উপন্যাস, অঙ্কন—সংস্কৃতির প্রতিটি শাখায় আয়োজিত হয় নানা আয়োজন। ছোট পর্দাতে দেখা যাবে নানা অনুষ্ঠান।