এবার নতুন আরও একটি শর্তজুড়ে দিয়েছে অজিরা। খেলা চলাকালীন কোনো বল বায়ো-বাবলের বাইরে পড়লে সেই বলের পরিবর্তে নিতে হবে নতুন বল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্যালারিতে বল গেলে নতুন বল ব্যবহার করতে হবে। সেই বল আর স্যানিটাইজ করে আনা যাবে না। ছক্কা হাঁকালেই নতুন বল আসবে! বাংলাদেশ বেশ চাপে রয়েছে অস্ট্রেলিয়াকে ডেকে এনে। যদিও এসব বাড়তি সতর্কতা।
তবে একবারে নতুন নয়; ম্যাচের অবস্থা অনুযায়ী আগের বল দেওয়া হবে। আসলে ১০ ওভারের সময় কোনো বল হারালে ওই অবস্থার বল দেওয়া হবে। এ জন্য বলও সংগ্রহ করা হয়েছে। আর কোভিডের কারণে হ্যান্ডশেক থাকছে না এই সিরিজে।
সিরিজের জন্য মাঠের চারপাশে জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে বিসিবি। তবে গ্যালারিতে সেই ব্যবস্থা গ্রহণ করা কঠিন হচ্ছে বলে সেখানে করা হয়নি। যার কারণে কোনো বল বাউন্ডারি পেরিয়ে গ্যালারিতে পড়লে সেই বল আর ব্যবহার করা যাবে না। পরবর্তী দিনে স্যানেটাইজ করে সেটি ব্যবহার করা যাবে। এমন শর্তের কারণে অনেকগুলো বলের প্রয়োজন হচ্ছে বিসিবির। যা ম্যাচের আগেই ব্যবস্থা রাখতে হচ্ছে।