কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হচ্ছে পথনাটক উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

মার্চ ১, ২০২৩, ০৭:৫০ এএম

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হচ্ছে পথনাটক উৎসব

প্রতি বছরের মতো এ বছরও বাংলাদেশ পথনাটক পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পথনাটক উৎসব করবে। উৎসব শুরু ১ মার্চ থেকে। চলবে ৬ মার্চ পর্যন্ত। এবারের স্লোগান ‘সম্প্রীতির সংস্কৃতি আনবেই মুক্তি।’ ১ মার্চ বুধবার বিকাল ৪.৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছয় দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুস, উদ্বোধন করবেন নাট্যকার নির্দেশক অভিনেতা নাট্যজন মামুনুর রশীদ, স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস, সভাপতিত্ব করবেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ৩৮ জন নাট্যকারকে (যাদের রচিত পথনাটক বিভিন্ন সময়ে বাংলাদেশ পথনাটক পরিষদের বিভিন্ন আয়োজনে অভিনীত হয়েছে) সম্মাননা জানানো হবে। এ ছাড়াও এবারের এই উৎসবে প্রদর্শিত হবে ৩৫ টি নতুন নাটক যা আগে কোনো উৎসবে প্রদর্শিত হয়নি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদর্শিত হবে ৩টি পথনাটক।

Link copied!