সংগীত গবেষক মোস্তফা জামান আব্বাসী আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২৫, ১২:১৩ পিএম

সংগীত গবেষক মোস্তফা জামান আব্বাসী আর নেই

বাংলাদেশের লোকজ ও শাস্ত্রীয় সংগীত সংরক্ষণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোস্তফা জামান আব্বাসী।

বিশিষ্ট সংগীত গবেষক, গায়ক, সুরকার, গবেষক লেখক মোস্তফা জামান আব্বাসী আর নেই।

তিনি শনিবার ভোররাতে ঢাকার বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

তাঁর কন্যা, কণ্ঠশিল্পী সামীরা আব্বাসী, এক ফেসবুক পোস্টে তাঁর বাবার মৃত্যুর খবর জানিয়েছেন।

বাংলা সংগীত জগতের এক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোস্তফা জামান আব্বাসী ছিলেন প্রখ্যাত লোকসংগীতশিল্পী আব্বাসউদ্দিন আহমদের কনিষ্ঠ পুত্র।

তিনি বাংলাদেশের লোকজ শাস্ত্রীয় সংগীত সংরক্ষণ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

দীর্ঘ কয়েক দশক ধরে সংগীত পরিবেশনা, শিক্ষা গবেষণার মাধ্যমে তিনি বাংলার সংগীত ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন। বিশেষ করে লালন, হাসন রাজা রাধারমণ দত্তের মতো মরমি কবিদের গান জনপ্রিয় করতে তাঁর অবদান অনস্বীকার্য।

তিনি সংগীতবিষয়ক বেশ কিছু বই রচনা করেছেন এবং বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতারে উপস্থাপিত তাঁর সঞ্চালিত সংগীতভিত্তিক অনুষ্ঠানগুলো নতুন প্রজন্মকে বাংলার সংগীত সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে সচেতন করেছে।

১৯৯৫ সালে বাংলাদেশ সরকার তাঁকে শিল্পকলা ক্ষেত্রে অবদানের জন্য একুশে পদকে ভূষিত করে।

মোস্তফা জামান আব্বাসীর প্রয়াণে বাংলা সংগীত সংস্কৃতি অঙ্গনের একটি যুগের অবসান হলো।

Link copied!