এপ্রিল ১৬, ২০২৫, ০১:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে রাজধানীর ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার’। নাখালপাড়ায় অবস্থিত ৩৬ বছর পুরনো এই পাঠাগারের আয়োজনে প্রতিবছরের মতো এবারও বর্ষবরণ অনুষ্ঠিত হয়।
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, গ্রামীণ খেলাধুলা, জাদু প্রদর্শনী ও বাউল গানের আয়োজন করে সংগঠনটি।
শহীদ বুদ্ধিজীবী পাঠাগারের সাধারণ সম্পাদক ফাহিমা কানিজ লাভা জানান, প্রতিবারের মতো নববর্ষের সকালে পাঠাগারের শিশু-কিশোররা নিজেদের তৈরি বাঘ, পেঁচা, টেপা পুতুলসহ বিভিন্ন মুখোশ এবং বাংলার কৃষক-জেলেদের জীবন-জীবিকার নানা সামগ্রী নিয়ে বৈশাখী শোভাযাত্রা করে।
নাখালপাড়া রেলগেট থেকে শুরু হয়ে লুকাস মোড় ও নাবিস্কো মোড় ঘুরে আবার রেলগেটেই শেষ হয় শোভাযাত্রাটি।
লাভা জানান, সকাল ১০টার দিকে শুরু হয় গ্রামীণ খেলাধুলার পর্ব। হাঁড়ি ভাঙা, সুইয়ে সুতা পরানো ও মোরগ লড়াই খেলায় পাঠাগারের সদস্যরা ছাড়াও এলাকাবাসী অংশগ্রহণ করে। বিকাল ৫টায় শুরু হয় পাঠাগারের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় জাদু প্রদর্শনী এবং সবশেষে রাত ১২টা পর্যন্ত চলে বাউল গানের আসর।
১৯৮৯ সালে শহিদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠিত হয়। রাজধানীর তেজগাঁওয়ে নাখালপাড়া রেলগেটের কাছে ৪৯১ নম্বর বাড়িতে এ পাঠাগারের অবস্থান। পাঠাগারটিতে ১২টি শেলফে ৭ হাজারেরও বেশি বই রয়েছে। রয়েছে সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের নানা শাখার বাংলা ও ইংরেজি বই।
এই পাঠাগারের উদ্যোগে প্রতিবছর বর্ষবরণের আয়োজন হয়ে থাকে।