খেলতে গিয়ে হরিণ নিয়ে ফিরল শিশু!

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২১, ০৯:২৯ পিএম

খেলতে গিয়ে হরিণ নিয়ে ফিরল শিশু!

এটি অবিশ্বাস্য একটি ব্যাপার। বনের হরিণের সাথে কয়েক মূহুর্তে বন্ধুতা! তাও আবার হরিণশাবকটি চলে এসেছে শিশুটির সাথে, তাদেরই বাসায়। অবাক লাগলেও চার বছরের ওই শিশু এবং তার হরিণ বন্ধুর অবিশ্বাস্য ঘটনাটি এখন কাঁপিয়ে বেড়াচ্ছে অন্তর্জালের দুনিয়া।

সংবাদমাধ্যম ফক্সফর্টির তথ্যানুযায়ী, সম্প্রতি এক পরিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ম্যাসানুটেন রিসোর্টে ছুটি কাটাতে গিয়েছিল। সেখানেই এক সকালে চার বছরের ডমিনিক বাইরে খেলতে যায়। হঠাৎ তার মা স্টেফানি ব্রাউন লক্ষ্য করেন ডমিনিক জঙ্গল থেকে একটি ছোট্ট হরিণশাবককে সঙ্গে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে! 

এবিসি এইট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শিশুটির মা স্টেফানি বলেন, "আমি তখন ফ্রিজ থেকে কিছু বের করছিলাম। এমন সময় দরজার বাইরে শব্দ শুনে তাকিয়ে দেখি ডমিনিক একটি হরিণছানাকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছে। আর হরিণ ছানাটিকে দেখেও মনে হচ্ছিল না সে কোনো ভয় বা অস্বস্তিতে আছে।"  

"ওদের দেখে মনে হচ্ছিল এটা যেন খুব স্বাভাবিক একটি ঘটনা। ডমিনিক তার বন্ধুর নাম দিয়েছে 'ফ্লাশ'। আর ওকে কোথায় পেলে জানতে চাইলে ডমিনিক বলছে, শাবকটি নিজের মতোই ঘুরে বেড়াচ্ছিল।”   

স্টেফানি দেরি না করে বিরল ওই বন্ধুত্বের ছবিটি মুহূর্তেই ক্যামেরাবন্দি করে ফেলেন। তারপর "ডমিনিক বাইরে যেয়ে সত্যিই একটি হরিণ শাবক নিয়ে ফিরেছে" ক্যাপশন দিয়ে সেটি শেয়ার করেন ফেসবুকে। https://www.facebook.com/photo.php?fbid=4317447314936922&set=a.224327850915576&type=3 

ছবিটি তারপরেই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ছবিটি পরমূহুর্তেই গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। হাজার হাজার লাইক, কমেন্ট এবং শেয়ার করা হয়। এমনকি কয়েকটি প্রধান সারির গণমাধ্যমেও উঠে এসেছে এই ঘটনা। আজকের শিশুরাই আগামী দিনের প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করবে। বজায় রাখবে ভারসাম্য। এমনটাই আশা করছেন স্টেফানি।  

স্টেফানি বলেন, "ডমিনিক চাইছিল তার নতুন বন্ধুকে বাড়িতে এনে কিছু খাওয়াতে। কিন্তু আমি চাই না হরিণটি দলছুট হয়ে যাক। তাই শাবকটিকে আবারও বনের মধ্যে ছেড়ে আসা হয়েছে। তবে এ বন্ধুত্ব আমাদের সবার কাছে আদর্শ হয়ে থাকবে।"

সূত্র: এনবিসি নিউজ

 

Link copied!