ছবি: সংগৃহীত
বাংলাদেশের একটি গ্রামে চুক্তি ও টাকার বিনিময়ে ‘বউ’ বা ‘মা’ ভাড়া পাওয়া যায়। এটা ঘন্টা খানেক বা সারাদিন বা তিনদিন যে কোনো সময়ের জন্য ভাড়া করা যায়। এই ভাড়া করার পদ্ধতিও বৈধ।
গাজীপুর জেলা শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত ভাদুন গ্রাম। এই গ্রামে ৯০-এর দশক থেকে শুরু হয়েছে নাটক-সিনেমার শুটিং কার্যক্রম। এ গ্রামটিকে বলা হয়ে থাকে চলচ্চিত্র শিল্পীদের আবাসভূমি। ভাদুন গ্রামে রয়েছে মেঘলা, আকাশ ভিলা, ঐশী সুটিং, বিলভিলা, হাসনাহেনা, শাহিনের বাড়ি, আপন ভূবন, কৃষ্ণচূড়াসহ অজস্র শুটিং স্পট। নাটক বা সিনেমার শুটিংয়ের প্রয়োজনে যা কিছু প্রয়োজন, সবকিছুই ভাড়ায় পাওয়া যায় এ গ্রামে।
ভাদুন গ্রামের বাসিন্দারা বলেন- আমাদের ভাদুন, পূবাইলসহ আশপাশের গ্রামে কয়েকশ’ শুটিং স্পট ও রিসোর্ট রয়েছে। শুটিংয়ের প্রয়োজনে সবকিছুই সরবরাহ করতে পারে গ্রামবাসী। আগে ফ্রি-তে দিলেও এখন এসব যোগান দিতে টাকা নেওয়া হয়। তাই এখানে নাটক বা সিনেমায় অভিনয়ের জন্য বউ বা মাসহ যে কোনো চরিত্রের জন্য মেয়েদের ভাড়া করা যায়। এটা শুধু অভিনয়ের জন্যে।
এ গ্রামের সালেহ বলেন, বেশিরভাগ টিকটকাররা এদের ভাড়া করে বেশি। দেখা গেল বউ বা মায়ের চরিত্রে অভিনয়ের জন্য নুন্যতম ১০০০ টাকা থেকে ৩০০০ টাকাও নেন অনেকে।
তিনি জানান, সিনেমা বা নাটকের জন্য বউ বা মায়ের চরিত্রে অভিনয়ের জন্য এখন আর ভাড়া করে না কোন কর্তৃপক্ষ । কারণ অভিনয় ভালো জানতে হয়। কিন্তু টিকটকারদের বা যারা ছোট রিলস বানান তারা সস্তায় বউ বা মা ভাড়া করেন।
এই নতুন অভিনয় পেশাকে গ্রামবাসীও খারাপভাবে দেখেন না। ইতোমধ্যেই এ বিষয় নিয়ে ইউটিউবেও কনটেন্ট বানানো হয়েছে।
সূত্র: নেটডটকম।