ছেলের পরকীয়া ঠেকাতে ’বিমানে বোমা আছে বলে’ পুলিশকে ফোন, মা আটক

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২৫, ০৩:০৭ পিএম

ছেলের পরকীয়া ঠেকাতে ’বিমানে বোমা আছে বলে’ পুলিশকে ফোন, মা আটক

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমানের একটি ফ্লাইটে বোমা থাকার মিথ্যা তথ্য দিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং ফ্লাইট স্থগিত করানোর অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাবের মতে, ওই নারী মিথ্যা তথ্য দিয়েছিলেন নিজের ছেলের পরকীয়া প্রেমিকা সঙ্গে নেপাল যাত্রা ঠেকাতে।

শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুল রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

র‍্যাব ডিজি জানান, অচেনা নম্বর থেকে ফোন করে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে, বাংলাদেশ বিমানের কাঠমান্ডুগামী একটি ফ্লাইটে বোমা আছে।

এই তথ্যে ফ্লাইটটি স্থগিত করে তিন থেকে চার ঘণ্টা তল্লাশি চালানো হয়। পরে কোনো বিস্ফোরক দ্রব্য না পাওয়ায় ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়।

এ ধরনের ভুয়া হুমকি অতীতে একাধিকবার দেখা গেছে। এগুলো শুধু আমাদের জাতীয় এয়ারলাইনসের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না, বরং দেশের ভাবমূর্তিতেও আঘাত করে,” বলেন শহিদুল রহমান।

ঘটনার তদন্তে র‍্যাব জানতে পারে, ইমন নামে এক ব্যক্তি তাঁর প্রেমিকাকে নিয়ে নেপাল যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

বিষয়টি জানার পর ইমনের মা রাশেদা বেগম এবং তাঁর স্ত্রী তাহমিনা নানা ভাবে ইমনের যাত্রা ঠেকানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ইমনের বন্ধু ইমরানের পরামর্শে রাশেদা বেগম এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে জানান, ফ্লাইটে বোমা রয়েছে।

র‍্যাব ডিজি বলেন, “এটি ছিল একটি পরিকল্পিত ও দুঃখজনক ঘটনা। যারা এতে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর র‍্যাব, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পরিচালিত এক অভিযানে রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনইমনের মা রাশেদা বেগম, স্ত্রী তাহমিনা ও বন্ধু ইমরান।

র‍্যাব জানিয়েছে, এই ধরনের কর্মকাণ্ডের ফলে জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় বিঘ্ন ঘটে এবং ভবিষ্যতে যেন কেউ এমন কাজ না করে, সে বিষয়ে কঠোর নজরদারি বজায় থাকবে। তিনজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Link copied!