ছেলের অভুক্ত সহপাঠীর জন্যও মা বানালেন টিফিন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২৩, ০৯:৫৪ পিএম

ছেলের অভুক্ত সহপাঠীর জন্যও মা বানালেন টিফিন

ছেলে এসে মাকে বললেন টিফিনের সময় ছেলের এক সহপাঠী প্রায়ই না খেয়ে থাকে। শুনে সন্তানের প্রতিদিনের নাস্তার সাথে সহপাঠীর জন্যও নাস্তা দিয়ে দিলেন ওই মা। 

অ্যান্টোনিয়া নামের ওই গৃহবধূ প্রতিদিন সন্তানকে কলেজে খাওয়ার জন্য নাস্তা দিয়ে দেন। একদিন ছেলে জানালো তার একজন বন্ধু হয়েছে। সেই বন্ধু কিছুদিন ধরে কিছুই খায় না বলে সে খেয়াল করেছে। পরে নিজের টিফিন থেকে ভাগ করে খায়। 

ছেলের ও তার সহপাঠীর জন্য খাবার বানিয়ে সেই খাবারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন অ্যান্টোনিয়া। তিনি লেখেন, কলেজে আমার ছেলের একজন বন্ধু হয়েছে। ছেলে দেখে, গত কয়েক দিন ধরে সে কিছুই খায় না। আমার ছেলে নিজের টিফিন থেকে ভাগ দিতে থাকে তাকে। ওই সহপাঠী জানায়, গত কয়েক দিন ধরে তিনি অভুক্ত। আমি তার পর থেকে রোজ দুই বাক্স করে টিফিন পাঠাই। যাতে দুজনেই মন দিয়ে লেখাপড়া করতে পারে।’

নেটিজেনরা অ্যান্টোনিয়ার এই কাজের ব্যাপক প্রশংসা করেছেন। একজন লিখেছেন, এত ভালো মা হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’

আরেকজন লিখেছেন, নিজের ছেলেকে খুব ভালো শিক্ষা দিচ্ছেন আপনি। খুব ভালো মানুষ তৈরি করছেন। ওই ছেলেটি যে টিফিন নিতে রাজি হয়েছে, সেটিও ভালো। আমিও খুব গরিব ছিলাম। স্কুলের খাবার কিনে খাওয়ার ক্ষমতা ছিল না। দোষ না থাকলেও সেটা নিয়ে লজ্জা পেতাম।’

Link copied!