টিউশনির টাকার দাবিতে অভিভাবকের বিরুদ্ধে জিডি!

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৯:২৫ পিএম

টিউশনির টাকার দাবিতে অভিভাবকের বিরুদ্ধে জিডি!

টিউশনির টাকার দাবিতে এক অভিভাবকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম মো. তানভীর আলম। তিনি জবি'র সিএসই বিভাগের ১০ ব্যাচের শিক্ষার্থী।

জিডি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ওয়ারি এলাকার ৭/ই, র‌্যাংকিন স্ট্রিটের একটি ভবনের ষষ্ঠ তলার ভাড়াটিয়া মো. আজহারের বিরুদ্ধে এই জিডি করা হয়।

জিডিতে উল্লেখ করা হয়, তানভীর ও নাজমুল হাসান শিমুল নামের দুই শিক্ষার্থী মোট ৭ হাজার ৫০০ টাকা পান ওই অভিভাবকের কাছে। টাকা দাবি করলে দুই শিক্ষার্থীকে গালিগালাজ ও হুমকি দেন ওই ব্যক্তি।

নাজমুল হাসান শিমুল বলেন, ‘ওই অভিভাবকের কাছে আরও ২ জন শিক্ষক টাকা পান। তিনি সন্তানকে পড়িয়ে নেওয়ার পর আর টাকা দেন না। এক শিক্ষককে তিন চার মাসের বেশি রাখেন না তারা।’

ওয়ারি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জহির উদ্দিন দ্য রিপোর্ট ডট লাইভকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা তদন্ত করার জন্য আদালতের অনুমতির অপেক্ষায় আছি। অনুমতি পেলেই যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা বিষয়টির তদন্ত করব।’  

Link copied!