তিন মাথাওয়ালা সাপ!

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৩, ২০২১, ০২:৩২ এএম

তিন মাথাওয়ালা সাপ!

দুমুখো সাপের কথা আমরা শুনেছি। দেখেছিও হয়তো অনেকেই। তবে তিন মাথাওয়ালা সাপও থাকতে পারে এমন চিন্তাও মাথায় আসে না। তবে রহস্যময় এই দুনিয়ার কতোটুকুই বা আমরা জানি। আমাদের জানার বাইরেও আছে অনেক কিছু।

সেরকমই অজানা বিষয় সামনে এনেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। সম্প্রতি টুইটারে প্রকাশিত একটি ছবি নিয়ে হইচই পড়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে তিন মাথাওয়ালা একটি ‘সাপ’ গাছের ডালে বসে রয়েছে। এই ছবি নিয়েই সরগরম নেট দুনিয়া।

এমনিতেই সাপ দেখে আঁতকে ওঠেন না এমন মানুষের সংখ্যা কম। সেক্ষেত্রে সাপটা যদি তিন মাথাওয়ালা হয় তাহলে অবস্থা কী হবে?  নিশ্চয় চোখ কপালে উঠবে।

সম্প্রতি টুইটারে ‘রক এন রোল’ নামে একটি অ্যাকাউন্ট থেকে সেই তিন মাথাওয়ালা ‘সাপে‘র ছবি পোস্ট করা হয়েছে। ছবিটি দেখার পর কেউ বলেছেন ‘অ্যাংরি স্নেক’, কেউ বলেছেন চমৎকার।

ছবিটির প্রথম দর্শনে দেখে শিতকরা ৯০ জনেরই মনে হবে এটি সাপ। আদতে এটি কোনও সাপ নয়, তিন মাথাওয়ালা তো নয়ই। ‘তিন মাথাওয়ালা সাপ’ আসলে একটি প্রজাপতি। নাম ‘অ্যাটাকাস অ্যাটলাস’। বিশ্বের বৃহত্তম এই প্রজাপতির আয়ু মাত্র দু’সপ্তাহ। এরা ডিম পাড়া এবং ডিমগুলোকে শিকারির হাত থেকে রক্ষা করার জন্য সাপের মতো ছদ্মরূপ ধারণ করে।

এটি প্রকৃতিরই এক অবাক নিদর্শন। এই পৃথিবীতে কত রকমের প্রাণী আছে এবং শিকারের হাত থেকে বাঁচতে কত রকম ভাবে নিজেদের অভিযোজন করে তারই নিদর্শন এটি।

ছবিতে দেখা যাওয়া সুতরাং, ছবি দেখেই তিন মাথাওয়ালা সাপ বলে যা ভ্রম তৈরি হয়েছিল, সেটা আদতে বিষধর তো নয়ই, সাপই নয়। নিরীহ একটি পতঙ্গ মাত্র।

Link copied!