নিউ ইয়র্কের ব্যস্ততম সড়কের নামকরণ করা হলো বাংলাদেশ স্ট্রিট

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২৩, ০৮:০৯ পিএম

নিউ ইয়র্কের ব্যস্ততম সড়কের নামকরণ করা হলো বাংলাদেশ স্ট্রিট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ব্যস্ততম রাস্তার নামকরণ করা হলো বাংলাদেশ স্ট্রিট নামে। জ্যাকসন হাইটসের সেভেনট্রি থার্ড স্ট্রিট এখন থেকে এই নামে পরিচিত হবে। এ উপলক্ষ্যে গতকাল রবিবার দুপুরে সেখানে একটি অনুষ্ঠানের আয়জন করা হয়। এতে মুলধারার রাজনীতিবিদসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি যোগ দেন। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসকে সম্মান জানিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Bangladesh Street inner

সড়কটির নামফলক উদ্বোধনের দিন স্থানীয় বাংলাদেশিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। ছবি: সংগৃহীত 

স্থানীয় ২৫ ডিস্ট্রিক্টের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানের উদ্যোগে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকার এই রাস্তার নতুন নামকরণ করা হয়। এমনিতেই ওই এলাকাটি উৎসবমুখর থাকে বাংলাদেশিদের পদচারণায়। নতুন নামকরণের ফলে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস ছিল অনেক বেশি। অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ইউএস কংগ্রেস ওম্যান গ্রেস ম্যাংসহ অনেক ভিআইপিরা। 

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) নেতারা অনেকদিন ধরে রাস্তাটির নামকরণ নিয়ে কাজ করে আসছিলেন। নিউইয়র্কে দু'টি এলাকায় লিটল বাংলাদেশ এভিনিউ নামকরণের পর এবার, গুরুত্বপূর্ণ এই রাস্তাটির নাম হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, এভাবেই আমেরিকায় বাংলাদেশিদের অবদান স্বীকৃতি পাচ্ছে। এই দেশে বাংলাদেশ ও বাঙালি পাচ্ছে তাদের মর্যাদা।

Link copied!