ফাইনালে জামালদের প্রতিপক্ষ নেপাল

ক্রীড়া প্রতিবেদক

মার্চ ২৮, ২০২১, ০৪:১৩ এএম

ফাইনালে জামালদের  প্রতিপক্ষ নেপাল

নেপালে চলমান ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে প্রাথমিক পর্বে সেরা দল হয়েই ফাইনালে খেলছে বাংলাদেশ। গতকাল জামাল ভূঁইয়ারা গোলশূণ্য করেছে স্বাগতিক নেপালের বিপক্ষে। এতে প্রাথমিক পর্বে দুই ম্যাচে অপরাজিত থেকে সেরা দল হিসেবে ফাইনালে খেলবেন তারা। এর আগে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ১-০ গোলে জয় পায় লাল-সবুজের জার্সিধারীরা। দুই ম্যাচে বাংলাদেশের অর্জন সর্বোচ্চ ৪ পয়েন্ট। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজদের সঙ্গে গোলশূণ্য ড্র করেছে নেপাল।

দুই ম্যাচে ২ পয়েন্ট অর্জন করে ফাইনালে উঠেছে তারা। দুই ম্যাচে এক পয়েন্ট অর্জন করে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো কিরগিজস্তান। আগামী ২৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে নেপাল।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ ফুটবল দল। আগের ম্যাচে নিজেরা গোল করতে না পারলেও জয় ঠিকই এসেছে। অবশ্য সেটি আত্মঘাতী গোলে। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে গোলের লক্ষ্য ছিল কোচ জেমির শিষ্যদের। যদিও এ ম্যাচটি ফাইনালে ওঠার আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার ম্যাচ ছিল।

Link copied!