ছবি: সংগৃহীত
‘সিঁদুর’—শব্দটি শুনলেই ভেসে ওঠে একজন হিন্দু বিবাহিত নারীর সিঁথিতে লাল রেখা, যা ভালোবাসা, প্রতিশ্রুতি আর বেঁচে থাকার আশ্বাস বহন করে। অথচ এই শব্দকে আশ্রয় করেই একটি অপারেশনের নাম হয়ে উঠলো ‘অপারেশন সিঁদুর।’
কারণ এই অভিযানের নেপথ্যে ছিল কাশ্মীরের পেহেলগামের রক্তাক্ত ট্র্যাজেডি—যেখানে ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছিল বন্দুকের গুলিতে। ভারতের দাবি, ওই হামলার পরিকল্পনা হয়েছিল সীমান্তের ওপার থেকে, পাকিস্তানের মাটিতে বসেই।
এরপর থেকেই পারমাণবিক ক্ষমতাধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে গত কয়েকদিন ধরেই টানটান উত্তেজনা চলছিল। এবার তা হামলা–পাল্টা হামলায় রূপ নিল ‘অপারেশন সিঁদুর’ নামে। এই নামে গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের ছয়টি জায়গায় হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী।
পাকিস্তান বলছে, এই হামলায় তাদের ২৬ জন নাগরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। এর জবাবে পাকিস্তান দাবি করেছে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে—রাফাল, সু–৩০, মিগ–২৯সহ।
বিবাহিত হিন্দু নারীরা সিঁথিতে সিঁদুর ব্যবহার করেন। এটা তাদের বৈবাহিক জীবনের প্রতীক। তাই প্রশ্ন দেখা দিয়েছে, প্রাণঘাতী একটি সামরিক অভিযানের নামে ‘সিঁদুর’ শব্দ ব্যবহার করা হলো কেন। আসুন জেনে নিই- পেহেলগামের বদলায় ‘অপারেশন সিঁদুর’, কেন এই নাম বেছে নিলেন মোদী?
‘অপারেশন সিঁদুর’—এই নামকরণ যেন এক গভীর প্রতীকী বার্তা। যারা পেহেলগামে স্বামী হারিয়েছেন, যাদের সিঁথির সিঁদুর আজ শুধুই স্মৃতি, তাদের প্রতিই এই অভিযানের উৎসর্গ।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলায় পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে ভারতের পাল্টা আঘাতের যে নাম দেওয়া হয়েছে তা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই বেছে নিয়েছেন বলে দেশটির কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন।
এনডিটিভি জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী অভিযানের যে ছবি পোস্ট করেছে তাতে ইংরেজিতে ‘অপারেশন সিঁদুর’ লেখা হয়েছে বড় হাতের অক্ষরে। এর মধ্যে একটি ‘ও’-কে দেখানো হয়েছে সিঁদুরের কৌটা হিসেবে, যেখান থেকে খানিকটা সিঁদুর আরেকটা ‘ও’ এর উপর ছড়িয়েও পড়েছে। এর মাধ্যমে ২৫ নারীর জীবনসঙ্গীকে কেড়ে নেওয়ার চিত্র প্রতীকিভাবে হাজির করা হয়েছে।
ছবির সঙ্গে যে শিরোনাম, তাতে লেখা- ‘জাস্টিস ইজ সার্ভড। জয় হিন্দ।’
ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। হাসপাতালসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি ও পুঞ্চ এলাকার স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে।