ফিজিওথেরাপি পেশার মর্যাদা রক্ষায় বিপিএ’র মানববন্ধন: অনতিবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনের দাবি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২৫, ০২:০২ পিএম

ফিজিওথেরাপি পেশার মর্যাদা রক্ষায় বিপিএ’র মানববন্ধন: অনতিবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনের দাবি

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের "ফিজিওথেরাপিস্ট" পদে গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা ও গ্রেড পরিবর্তনের দাবিতে বাংলাদেশ ফিজিক্যালথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর আহ্বানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন বিপিএ, বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্ট ইউনিয়ন (বাপসু), পেশাজীবী এবং সাধারণ শিক্ষার্থীরা।

সংগঠনের সহ-সভাপতি ডা. সফিউল্লাহ প্রধানিয়্যা বলেন, “ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলেও সরকারি হাসপাতালে এই পদের যথাযথ নিয়োগে বাধা সৃষ্টি হচ্ছে। একটি প্রভাবশালী গোষ্ঠী এই পেশাকে অবজ্ঞা করে নিয়োগ প্রক্রিয়ায় ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিচ্ছে, যার ফল ভোগ করছে সাধারণ রোগীরা।”

বাপসু সভাপতি মো. আশিকুর রহমান বলেন, “৫ বছর পড়ালেখা করে যে ডিগ্রিধারীরা ফিজিওথেরাপিস্ট হচ্ছেন, তাদের উপেক্ষা করে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস ও কিছু অভিজ্ঞতা থাকলেই নিয়োগের যে বিজ্ঞাপন দেয়া হয়েছে, তা চরম অবমাননাকর। আমরা এর অবিলম্বে সংশোধন চাই, না হলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।”

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, “বাংলাদেশ রিহ্যাবিলিটেশন আইন-২০১৮ এবং সরকার স্বীকৃত কারিকুলাম অনুযায়ী শুধুমাত্র ‘ব্যাচেলর অব ফিজিওথেরাপি’ বা ‘ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি’ ডিগ্রিধারীরাই ফিজিওথেরাপিস্ট হতে পারেন। অথচ নিয়োগ বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য পদ উন্মুক্ত করা হয়েছে। এ ধরনের পদক্ষেপ স্বাস্থ্যসেবায় অপচিকিৎসা ও অনাস্থা সৃষ্টি করবে।”

তিনি আরও জানান, বিদ্যমানভাবে নবম গ্রেডে ফিজিওথেরাপিস্ট পদের অবস্থান থাকলেও উক্ত বিজ্ঞপ্তিতে তা নামিয়ে ১২তম গ্রেডে দেয়া হয়েছে, যা পেশাজীবীদের জন্য অপমানজনক।

মানববন্ধন শেষে বিপিএ সভাপতি ডা. মুহাম্মদ তৌহিদুজ্জামান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন, যেখানে নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা ও গ্রেড সংশোধনের দাবি জানানো হয়।

Link copied!