জেমস–আলী আজমতের যুগল কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ রাজনৈতিক অস্থিরতায় বাতিল

শোবিজ ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ০৭:২৬ পিএম

জেমস–আলী আজমতের যুগল কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ রাজনৈতিক অস্থিরতায় বাতিল

রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানের সুফি–রক ব্যান্ড জুনুনের গায়ক আলী আজমত ও বাংলাদেশের ‘নগর বাউল’ জেমসের বহুল প্রতীক্ষিত যুগল কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’। সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে শেষ পর্যন্ত কনসার্টটি বাতিল করা হয়েছে।

শুক্রবার দুপুরে প্রথমে আয়োজকেরা জানায়, পুলিশের অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে এবং শিগগিরই অন্য ভেন্যুতে আয়োজনের চেষ্টা করা হবে। তবে কয়েক ঘণ্টা পর রাতেই আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন এক বিবৃতিতে স্পষ্ট জানায়, কনসার্টটি আর স্থগিত নয়, বরং পুরোপুরি বাতিল করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘দেশের বর্তমান অস্থিরতা ও নিরাপত্তাহীন পরিবেশে দর্শক, স্পনসর, পার্টনার ও টিকিটধারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।’ আয়োজকেরা দুঃখ প্রকাশ করে আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করে পুনরায় অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করা হবে।

টিকিট রিফান্ড সম্পর্কেও তারা দ্রুতই অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে নির্দেশনা ও আপডেট দেওয়ার আশ্বাস দিয়েছেন।

Link copied!