পাঁচ দফা দাবিতে পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০১:৫৫ পিএম

পাঁচ দফা দাবিতে পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর ২টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই রাজধানী ও আশপাশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন তারা। অংশগ্রহণকারীদের হাতে ছিল পাঁচ দফা দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন, সঙ্গে চলছিল নানা স্লোগান।

আন্দোলনে অংশ নেওয়া আটটি দল হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর), খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। ইতোমধ্যে সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন দলগুলোর কেন্দ্রীয় ও মহানগর নেতারা। শিগগিরই বক্তব্য দেবেন শীর্ষ নেতারা।

তাদের পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বর মাসের মধ্যেই ওই আদেশের ওপর গণভোট অনুষ্ঠিত করা,
২. আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতি প্রবর্তন,
৩. নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা,
৪. সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই দাবির পক্ষে পল্টন মোড় থেকে মিছিলসহ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করেন আট দলের নেতারা। তবে মৎস্য ভবন মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে দলগুলোর শীর্ষ নেতারা গিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন।

Link copied!