ছবি: সংগৃহীত
বাংলাদেশ নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে হতাশা নিয়ে মাঠ ছাড়লেও দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী ও তরুণ লেফট-ব্যাক জায়ান আহমেদের চোট নিয়ে উদ্বেগ দ্রুতই কমে যায়। কারণ প্রাথমিক পর্যবেক্ষণে দুজনের ইনজুরিই গুরুতর নয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপালের সঙ্গে ২-২ ড্র হওয়া ম্যাচে ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন হামজা ও জায়ান। তবে আসন্ন ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দল এখন প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে, এবং বড় কোনো অঘটন না হলে দুইজনই সেই ম্যাচে অংশ নিতে পারবেন।
ম্যাচে দারুণ পারফরম্যান্সের পর ৮০তম মিনিটে সামান্য অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন হামজা। দ্বিতীয়ার্ধের শুরুতে তার বাইসাইকেল কিকে সমতা ফেরানো এবং এরপর মাত্র পাঁচ মিনিট পর প্যানেনকা পেনাল্টিতে দলকে এগিয়ে দেওয়ায় তিনি ম্যাচের অন্যতম সেরা ছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান বলের বাইরে পড়ে ইনজুরিতে পড়েন, যা প্রথমে পেশির চোট হওয়ার আশঙ্কা তৈরি করেছিল।
ম্যাচ শেষে প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা জানান, দুজনেরই ইনজুরি সামান্য এবং ভারতের ম্যাচে তাদের ঝুঁকিতে থাকার কোনো সম্ভাবনা নেই। স্টেডিয়াম ছাড়ার সময় হামজা জানান, তার চোট একদম গুরুতর কিছু নয়। জায়ানও নিশ্চিত করেন, তার সমস্যাটিও কোনোভাবেই গুরুতর নয়।