নতুন আচরণবিধি জারি করল ইসি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০১:২১ পিএম

নতুন আচরণবিধি জারি করল ইসি

ছবি: সংগৃহীত

নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারির পর সোমবার আচরণবিধিটি গেজেট আকারে প্রকাশ করে ইসি।

আচরণবিধিতে বলা হয়েছে, কোনো প্রার্থী, তাঁর নির্বাচনী এজেন্ট বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। তবে এ ক্ষেত্রে প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট কিংবা দল বা প্রার্থীসংশ্লিষ্ট সামাজিক মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ইমেইল আইডিসহ অন্যান্য শনাক্তকরণ তথ্য প্রচারণা শুরুর আগে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করতে হবে।

Link copied!