নভেম্বর ১১, ২০২৫, ০৩:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনা, ৩৫ হাজার বিজিবি, সাড়ে ৫ লাখ আনসার এবং প্রায় চার হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আমাদের প্যাট্রোলিং সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কেপিআইগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে খোলা তেল বিক্রি বন্ধসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত। যেহেতু তারা শক্ত অবস্থানে থাকবে, তাই পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং কোনো ধরনের আশঙ্কার কারণ নেই।
উপদেষ্টা জানান, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। অনেকে বলেন অনেক সন্ত্রাসী খুব দ্রুত জামিন পেয়ে যায়। আমরা চাই তারা সহজে জামিন পাবেন না। অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ আরও বেগবান করা হবে।
বিদেশি সন্ত্রাসীরা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এয়ারপোর্টে আগুনের ঘটনায় অস্ত্র ও গোলাবারুদের ক্ষতি সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
সন্দেহভাজন কাউকে আটক করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হবে কি না- এমন প্রশ্নে তিনি জানান, না, এমন কোনো সম্ভাবনা নেই। যেমন বাড়িতে বাচ্চাদের দুষ্টুমি হলে তাদের শাসন করা হয়, তেমনি আইনশৃঙ্খলা বাহিনীও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।