ছবি: সংগৃহীত
দেশের সর্বোত্তর জেলার পঞ্চগড়ে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ার সঙ্গে শীতের আগমন শুরু হয়েছে। দিনে তীব্র রোদ থাকলেও সন্ধ্যা নামতেই তাপমাত্রা কমতে শুরু করেছে। সকালবেলা কখনো কখনো হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা থাকে জেলার পথঘাট। এক সপ্তাহের ব্যবধানে জেলার সর্বনিম্ন তাপমাত্রা অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
গত ৬ নভেম্বর জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকাল ৯টায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। তিনি আরও জানান, দিন দিন তাপমাত্রার তারতম্যে শীতের তীব্রতা বাড়বে।
এদিকে, শীতের আগমনে জেলার নতুন ও পুরাতন গরম কাপড়ের দোকান এবং লেপ-তোষকের দোকানে ভিড় লক্ষণীয়ভাবে বেড়েছে। প্রান্তিক এ জেলার মানুষ শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয়রা বলছেন, বর্তমানে যে শীত অনুভূত হচ্ছে, তা মানুষ মানিয়ে নিতে সক্ষম; প্রকৃত দুর্ভোগের শীত এখনও শুরু হয়নি।