তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের ‘কলম বিসর্জন কর্মসূচি’র ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ০১:০৬ পিএম

তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের ‘কলম বিসর্জন কর্মসূচি’র ঘোষণা

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে ‘কলম বিসর্জন কর্মসূচি’র ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন শিক্ষকরা। তারা স্পষ্ট করে জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ। তিনি বলেন, “আমাদের সচিব ও উপদেষ্টারা হয়তো কলম হারিয়ে ফেলেছেন, তাই সহকারী শিক্ষকদের প্রজ্ঞাপনে সই করতে পারছেন না। আমরা আজ তাদের হাতে কলম তুলে দেব— যেন তারা দশম গ্রেডসহ আমাদের তিন দফা দাবি বাস্তবায়নে সই করেন।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন) এর সভাপতি প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এর সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শত শত প্রাথমিক শিক্ষক।

খায়রুন নাহার লিপি বলেন, “শনিবার শহীদ মিনারে ২০ হাজার শিক্ষক একত্র হবেন। আমরা দশম গ্রেডে বেতন, উচ্চতর গ্রেড ও পদোন্নতির অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। বহুবার আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। এবার রাজপথেই দাবি আদায় করব।”

শিক্ষকদের উত্থাপিত তিনটি মূল দাবি হলো—
 দশম গ্রেডে বেতন প্রদান
চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন
শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা

শিক্ষক নেতাদের দাবি, দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের বিরুদ্ধে এবার মাঠে নেমেছেন দেশের প্রাথমিক শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

Link copied!