দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯ রোগী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৬:২৯ পিএম

দেশে  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯ রোগী

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত, একদিনে আরও ১০ জন মারা গেছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এই এডিস মশাবাহিত রোগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০২।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে এ বছর মোট ৭৪ হাজার ৯৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বুধবার প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে ডেঙ্গুতে মৃত ১০ জনের মধ্যে বরিশাল বিভাগে ১ জন, ঢাকা উত্তর সিটিতে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫ জন এবং খুলনা বিভাগে ১ জন।

সংশ্লিষ্ট সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বিভাগভিত্তিক এইভাবে: বরিশাল ১২৮, চট্টগ্রাম ৯৯, ঢাকা ২১৯, ঢাকা উত্তর সিটি ২৫১, ঢাকা দক্ষিণ সিটি ১৫২, খুলনা ৬৮, ময়মনসিংহ ৭০, রাজশাহী ৩৪, রংপুর ৪৩ এবং সিলেট ৫।

Link copied!