পদত্যাগ করে বিএনপির হয়ে ভোটে লড়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৬:৩৮ পিএম

পদত্যাগ করে বিএনপির হয়ে ভোটে লড়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, “আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে পদে থাকাকালীনই ভোট দেব না, পদত্যাগ করে নির্বাচন করব। ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব।”

আসাদুজ্জামান আরও জানান, তিনি ওই আসনে দলীয় মনোনয়ন চেয়েছেন এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তিনি অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি ইতিমধ্যে ২৩৭টি আসনের জন্য দলীয় মনোনয়ন ঘোষণা করেছে। তবে ৬৩টি আসন এখনও ফাঁকা রয়েছে। ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের জন্য এখন পর্যন্ত কোনো মনোনয়ন ঘোষিত হয়নি। আসাদুজ্জামান এই আসন থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

Link copied!